X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পাশের গ্রামের এক সাঁওতালকে দিয়ে মামলা করিয়েছে পুলিশ, জানেন না ক্ষতিগ্রস্তরা

গাইবান্ধা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৬, ১৪:০০আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৪:১৭

গোবিন্দগঞ্জে ইক্ষু খামারে গড়ে ওঠা সাঁওতালদের পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি (ফাইল ফটো) গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছেন এক সাঁওতাল। বুধবার গভীর রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। তবে সাঁওতাল নেতাদের দাবি, এ মামলা ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে করা হয়নি।

আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রণাথ সরেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূল ঘটনা আড়াল করতে এবং দোষীদের বাঁচাতে পুলিশ অতি উৎসাহী হয়ে অন্য গ্রামের এক সাঁওতালকে দিয়ে মামলাটি করিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী রবিবার ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষ থেকে আমাদের মামলা দায়ের করার কথা রয়েছে।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ‘উপজেলা মুয়ালীপাড়া গ্রামের সমেস মরমুর ছেলে স্বপন মরমু বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাত ৫/৬শ’ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর-২৩, তারিখ: ১৬ নভেম্বর’ ২০১৬। এ মামলায় কাউকে এজাহার নামীয় আসামি করা হয়নি।’

তিনি আরও জানান, ‘এই মামলার পর রাতেই অভিযান চালিয়ে উপজেলা চক রহিমপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে মানিক মিয়া (২৬), হোসেন আলীর ছেলে বাদশা মিয়া (৫০), তরফ কামাল গ্রামের ওয়াহেদ বাবুর ছেলে চয়ন মিয়া (২৫), সাহেবগঞ্জ গ্রামের আব্দুল জোব্বারের ছেলে আব্দুর রশিদ (৬০) ও আসাদুজ্জামানের ছেলে শাহ নেওয়াজকে (৩৮) আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গোবিন্দগঞ্জ আদালতে পাঠানো হয়।’

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে তীরবিদ্ধ হয়েছেন ৯ জন পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ হন চার জন সাঁওতাল। এ ঘটনায় তিন জন সাঁওতাল মারা গেছেন। পরবর্তীতে পুলিশ-র‌্যাব ওই দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এক অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে। এ সময় তাদের ঘরবাড়ীতে আগুন দিয়ে মালামাল লুটপাট করে দুর্বৃত্তরা।

ওই সংঘর্ষের ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ঘটনার দিন রাতে ৪২ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪শ’ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। এ পর্যন্ত পুলিশ চার জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, চিনিকল কর্তৃপক্ষ চুক্তি ভঙ্গ করায় অধিগ্রহণের চুক্তি অনুযায়ী বাপ-দাদার ওই জায়গা ফিরে পেতে চলতি বছরের ১ জুলাই থেকে সাঁওতালরা সেখানে ঘর তুলে বসবাস শুরু করে।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
কান উৎসব ২০২৪‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে
পুতিন ও শি ‘ক্ষতি করার’ পরিকল্পনা করতে এক হচ্ছেন: ট্রাম্প
পুতিন ও শি ‘ক্ষতি করার’ পরিকল্পনা করতে এক হচ্ছেন: ট্রাম্প
প্রিয় দশ
প্রিয় দশ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!