X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আমি নির্বাচন করতে ইচ্ছুক না: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৬, ১৪:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৪:৫৪

তৈমূর আলম খন্দকার আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হলেও বিএনপির প্রার্থী ঘোষণা বাকি। তবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নাম উঠে আসছে বার বার। তবে শনিবার দুপুরে শহরের মাসদাইরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমার কোনও আগ্রহ নেই। বর্তমান নির্বাচন কমিশনের ওপর আমার কোনও আস্থা নেই। অনেক মিডিয়াও বিএনপির পক্ষে কথা বলবে না। এসব কারণে নির্বাচনে আমার অনাগ্রহ।’

তিনি আরও বলেন, ‘সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে আমার বাসায় এসে আমাকে নির্বাচনের জন্য অনুরোধ করছেন। নেতাকর্মীদের এত ফোন আসছে যে আমি মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছি। সবাইকে জানিয়েছি নির্বাচনের ব্যাপারে দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তবে আমি নির্বাচন করতে ইচ্ছুক না। কারণ বিগত নির্বাচনে প্রার্থী করে নির্বাচনের ৭ ঘন্টা আগে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে আমাকে বসানো হয়েছে আমি এখনও সেই প্রশ্নের উত্তর পাইনি।’

এ সময় তার বাড়িতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

তৈমূর বলেন, ‘২০১১ সালের ৩০ অক্টোবর ভোটের আগের রাতে বাধ্য হয়ে আমাকে নির্বাচন বর্জন করতে হয়েছে। তখন আমাকে গোছল ছাড়াই কোরবানি দেওয়া হয়েছে। বিএনপির ১ লাখ ভোট থাকতেও আমাকে বসিয়ে দেওয়া হয়েছে।  এরকম আর হোক তা চাই না।’

জানা গেছে, শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে ঢাকায় চেয়ারপারসনের কার্যালয়ে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম, বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাদের বৈঠক হয়। এসময় আগ্রহী প্রার্থীদের সম্পর্কে জানতে চান বেগম খালেদা জিয়া। পরে নেতারা তাদের অবস্থান তুলে ধরেন। আজ শনিবার এ ব্যাপারে চেয়ারপারসন সিদ্ধান্ত জানানোর ঘোষণা দেন।

আরও পড়ুন- 

যে কারণে নৌকা আইভীর

দেশে সাড়ে ১০ কোটি মানুষ এখনও দরিদ্র!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো