X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্রে ও সদস্যরা জেলা নেতার দিকে তাকিয়ে

মো. নাজমুল হুদা নাসিম, বগুড়া
২৩ নভেম্বর ২০১৬, ১৯:৫০আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৯:৫০

জেলা পরিষদ নির্বাচন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ার সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে এরইমধ্যে ৮ জন আবেদন করেছেন বলে শোনা যাচ্ছে। মনোনয়নের ব্যাপারে চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সদস্য ও সংরক্ষিত আসনের নারী প্রার্থীরা জেলা নেতাদের দিকে তাকিয়ে আছেন বলে জানা গেছে।

এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, জেলা পরিষদ নির্বাচনের ব্যাপারে তারা এখন পর্যন্ত কেন্দ্রের কোনও সিদ্ধান্ত পাননি।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, বর্তমান প্রশাসক সহ-সভাপতি ডা. মকবুল হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, সাবেক এমপি কামরুন নাহার পুতুল, বিএমএ সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সোলায়মান আলী মাস্টার।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়ার ১২ উপজেলাকে ১৫টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও ৫ জন সংরক্ষিত আসনের সদস্য। বগুড়া সদর, শিবগঞ্জ ও সারিয়াকান্দি উপজেলায় দু’জন করে সাধারণ সদস্য পদ দেওয়া হয়েছে। সহকারি রিটার্নিং অফিসার আসিয়া খাতুন জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি।

এদিকে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগে থেকেই সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীরা সক্রিয় হয়েছেন। বিশেষ করে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন গত কোরবানির ঈদ থেকেই প্রচারণা শুরু করেছেন। নির্বাচনে জয়ী হতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। ভোটার ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও তাদের উপঢৌকন দিচ্ছেন বলেও জানা গেছে। অভিযোগ রয়েছে, গত ১৬ নভেম্বর এক হাজার ৬০৫ জন ভোটার জনপ্রতিনিধিকে সংবর্ধনার নামে ভোটের প্রচারণা চালান মমতাজ উদ্দিন। ওই সভায় নাশকতার মামলার অন্তত ১৫ জন আসামিকেও দাওয়াত করা হয়। তাদের মঞ্চে ডেকে ক্রেস্ট, শার্ট-প্যান্ট, পাঞ্জাবী-টুপি উপহার দেন। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও কেউ মুখ খোলার সাহস করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ত্যাগী নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন শুধু তার পছন্দের লোকজনকে সদস্য ও সংরক্ষিত আসনে প্রার্থী করার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে তিনি প্রার্থীর রাজনৈতিক অবদানকে অগ্রাহ্য করছেন। তারা ব্যাপক মনোনয়ন বাণিজ্যেরও আশঙ্কা করছেন। এ প্রসঙ্গে তারা বলেন, ১ নম্বর সংরক্ষিত আসনে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর ডালিয়া নাসরিন রিক্তা, আওয়ামী লীগ নেতা হেফাজত আরা মিরা, হাসনা খাতুনসহ আরও কয়েকজন মাঠে সক্রিয় হলেও এখানে মমতাজ উদ্দিন তার প্রিয়ভাজন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের স্ত্রীকে দলীয় মনোনয়ন দেওয়ার চেষ্টা করছেন। এতে ত্যাগী নারী নেত্রীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

এসব অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে প্রার্থী হতে সমর্থন দেওয়া হয়েছে। তাই এ সিদ্ধান্তের রেজুলেশন ও সাধারণ ভোটারদের স্বাক্ষরসহ আবেদন জমা দিয়েছেন।

১ নম্বর সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘নেত্রী একজন করে নারীর তালিকা পাঠাতে বলেছেন। আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সফিকের স্ত্রী রাজনীতি না করলেও স্বামীর কারণে তার ভোট বেশি। তাই তার নাম পাঠানো হতে পারে।’

চেয়ারম্যান পদে অপর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু জানান, তিনিসহ ৮ জন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন। তারা সবাই দলীয় সভানেত্রীর দিকে তাকিয়ে আছেন। তিনি বলেন, ‘সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে কোনও বসন্তের কোকিল বা গৃহবধূ নয়, মাঠে থাকা ত্যাগী নেতানেত্রীদের মূল্যায়ন করা উচিত।’

আরও পড়ুন- 


‘কেমন করে মানুষ এতটা পশু হয়!’

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!