X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কলেজ সরকারিকরণের দাবিতে ফুলবাড়ীয়া উত্তপ্ত, আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ০২:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ০২:৫৫

ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কলেজ সরকারিকরণের দাবিতে এমপি সমর্থক ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৩০/৩৫ টি মোটরসাইকেল, একটি অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, সড়কে চলাচলকারী বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি ভাঙচুরসহ একটি বেসকারকারি হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, হামলায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন। আহতরা হলেন হাফিজুর রহমান (৫০), ওমর ফারুক (৩০), পারভিন আক্তার (২৫), রোগী হোসেন মিয়া (৫০) ও ফরিদা আক্তার।  পুলিশ এ ঘটনায় পুলিশ কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী সোহাগ মিয়া (২০) কে আটক করেছে। বৃহস্পতিবার ৫ টার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৯৭২ সালে স্থাপিত ফুলবাড়ীয়া কলেজ সরকারি করণের সকল শর্ত পূরণ করার পরও এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ঐতিহ্যবাহী কলেজ সরকারিকরণ না করে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এমপিও বিহীন একটি কলেজ সরকারিকরণ করায় এমপি মোসলেম উদ্দিন ও এমপি পুত্র ইমদাদুল হকের বিরুদ্ধে ৪০ দিন ধরে কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও জনতা আন্দোলন করে আসছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর)  স্থানীয় সংসদ সদস্য এমপি মোসলেম উদ্দিন অ্যাডভোকেটের উপজেলা সদরের ভালুকজান আখালিয়া নদীর উপর নবনির্মিত ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করার কথা ছিল। আর একইদিনে ওই বিক্ষোভের ছিল ৪০তম দিন। বিকাল ৩ টার দিকে এমপির সভা মঞ্চ ও নামফলক ভাঙচুরের ঘটনায় উপজেলা সদরে এমপি গ্রুপ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বিকাল ৫টায় ফুলবাড়ীয়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আন্দোনলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচি ঘোষনা করে মিছিল নিয়ে উপজেলা সদরে আসার সময় বঙ্গবন্ধু স্মৃতি সৌধের সামনে রাখা এমপি মোসলেম সমর্থকদের ৩০/৩৫ টি মোটর সাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে উপজেলা সদরের হাসপাতাল রোডের আখালিয়া হেলথ সেন্টার নামের এমপি পুত্রের ক্লিনিকের গ্লাস এ্যাম্বুলেন্স প্রাইভেটকার ভাঙচুর করা হয় বলে জানা যায়।এসময় ক্লিনিকের কর্মচারী হাফিজুর রহমান (৫০), ওমর ফারুক (৩০), পারভিন আক্তার (২৫), রোগী হোসেন মিয়া (৫০) ও ফরিদা আক্তার আহত হন।

ফুলবাড়ীয়া কলেজের রাষ্ট্র বিজ্ঞান কলেজের সহকারী অধ্যাপক ও সরকারিকরণ আন্দোলনের আহবায়ক এস এম আবুল হাসেম জানান, কলেজ সরকারিকরণের জন্য ৪০ দিন ধরে তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে আসছে। ভাঙচুর করে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।

ওসি রিফাত খান রাজিব জানান, উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না