X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাঁওতালদের ওপর হামলা: সোমবার উত্তরাঞ্চলে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ১৪:১২আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৪:১৪

গাইবান্ধার গোবিন্দগজ্ঞে সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে আগামী সোমবার (২৮ নভেম্বর) রংপুর, রাজশাহী ও খুলনা এ তিন বিভাগে বিক্ষোভ সমাবেশ ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় আদিবাসী পরিষদ। শুক্রবার বেলা ১১টায় রংপুর চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র নাথ সরেন। সাঁওতালদের ওপর হামলা: সোমবার উত্তরাঞ্চলে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ
লিখিত অভিযোগে সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৬ ও ৭ নভেম্বর রংপুর চিনি কল কর্তৃপক্ষ পুলিশ ও স্থানীয় ভুমিগ্রাসী অপশক্তি জোট বেঁধে সাঁওতালদের ওপর বর্বরোচিত হামলা চালায়। গরু ছাগল , ধান চাল , সেচ যন্ত্র ঘরের টিন লুটপাট করে বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয় । ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হয় শ্যামল হেমব্রন , রমেশ টুডু ও মঙ্গল মার্ডি। গুরতর আহত হয়ে এখনও চিকিৎসাধীন তিন সাঁওতাল।হামলাকারীদের শিকার হয় প্রতিষ্ঠিত ফুলমনি মরমু শিশু শিক্ষা সাংস্কৃতিককেন্দ্র। সন্ত্রাসীরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় পুলিশ উল্টো সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছে। শুধু তাই নয় সাঁওতালদের সেখান থেকে উচ্ছেদ করার জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। অথচ ঘটনার নায়ক স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও সাপমারা ইউপি চেয়ারম্যান টুটুলসহ সন্ত্রাসীদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। বরং পুরো ঘটনাকে ধামা চাপা দেবার জন্য স্বপন মরমু নামে এক সাঁওতালকে দিয়ে জজ মিয়া নাটকের মতো একটি সাজানো মামলা করিয়েছে পুলিশ।

এসব ঘটনার প্রতিবাদে আগামী ২৮ নভেম্বর রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বিক্ষোভ সমাবেশ ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমরন, জেলা সিপিবি নেতা শাহাদত হোসেন, অধ্যাক্ষ নজরুল ইসলাম হক্কানী ওয়াকার্স পার্টি রংপুর জেলা সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী