X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যশোরে মিছিলে যেতে রাজি না হওয়ায় যুবককে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৬, ২১:০৩আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ২১:৩৮

যশোরে মিছিলে যেতে রাজি না হওয়ায় যুবককে গুলি করে হত্যা যশোরে মিছিলে যেতে রাজি না হওয়ায় সুমন বিশ্বাস (২০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের পশ্চিম বারান্দী কদমতলায় তাকে গুলি করা হয়। তবে সুমনের ভাই শুভ জানান, পূর্বশত্রুতার জের ধরে তার ভাইকে খুন করা হয়েছে।

নিহত সুমন বিশ্বাস পশ্চিম বারান্দী কদমতলায় বাসিন্দা। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।

শুভ বিশ্বাস আরও বলেন, ‘আমার ভাই সুমন বিশ্বাস শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পশ্চিম বারান্দীপাড়া কদমতলা নাঈম মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় একই এলাকার পলাশ, লিটন, রাব্বি ও সজল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক রাউন্ড গুলি তার কোমরে বিদ্ধ হয়। এসময় স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে নিয়ে যায়। এরপর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার মনিরুজ্জামান লর্ড বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে সুমন মারা যায়।’

কোতয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, ‘সুমন নামের এক যুবক সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছে বলে শুনেছি। নিহত সুমনের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা আছে।’

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি মো. ইলিয়াস।

প্রত্যক্ষদর্শী ও নিহত সুমনের বন্ধু সবুজ গাজী সূত্রে জানা যায়, ‘স্থানীয় সন্ত্রাসী পলাশ, লিটন, রাব্বি ও নাহিদ আজ (শনিবার) সুমনকে একটি রাজনৈতিক দলের মিছিলে যেতে বলে। সুমন মিছিলে যেতে রাজি না হওয়ায় ওই সন্ত্রাসীরা সন্ধ্যায় তাকে একা পেয়ে গুলি করে।’

উল্লেখ্য,  এর আগেও সুমনের ওপর সন্ত্রাসীরা হামলা করেছিল।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়