X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১

সিলেট প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৬, ২২:২৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ২২:২৭

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১ সিলেট নগরীর জিন্দাবাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে মেজবাহ উদ্দিন (২২) নামে এক যুবককে হত্যা করেছে তার বন্ধু। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য মেজবাহর বন্ধু রমজানকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত মেজবাহ উদ্দিনের বাড়ি ছাতক দোয়ারাবাজারের চন্ডিপুর গ্রামে। সে ২০১৪ সালে নগরের মিরের ময়দান এলাকাস্থ কমার্স কলেজে এইচএসসি পাস করে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাওয়ায় সে আর পড়ালেখা চালিয়ে যায়নি। এরপর সে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ সূত্রে জানায়, নগরের জিন্দাবাজারের একটি দোকানে বসে মেজবাহ ও তার বন্ধু রমজান আড্ডা দিচ্ছিল। এসময় তাদের বন্ধু কবীর ওই খানে গিয়ে মেজবাহকে খোঁজাখুজি করে। এসময় মেজবাহ ও কবীরের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কবীর তার সঙ্গে থাকা দা দিয়ে মেজবাহর গলার বাম পাশে আঘাত করলে মেজবাহ মাঠিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা মেজবাহকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়  সূত্রে জানা যায়, হামলাকারী কবীর  সিলেট নগরের কাজী ম্যানশনে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে মেজবাহ উদ্দিনের গলার বাম পাশের অংশ কাটা পড়ে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলা ট্রিবিউন’কে জানান, প্রকাশ্যেই মেজবাহ উদ্দিনকে হত্যা করেছে তার বন্ধু। তবে এ ব্যাপারে এখনো প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ নিহত মেজবাহর বন্ধু রমজানকে আটক করেছে।

মেজবাহ নগরীর মজুমদারি শ্রাবণি কোনাপাড়া ৫৪ নম্বর বাসায় স্বপরিবারে বসবাস করে আসছিল। মেজবাহ তার পরিবারের একমাত্র ছেলে বলে বাংলা ট্রিবিউন’কে জানান মেজবাহ উদ্দিনের বন্ধু মদন মোহন কলেজের শিক্ষার্থী সাঈদ মাহবুব।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা