X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে অপহরণ করে যুবলীগ নেতার বিয়ে!

রাজশাহী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ১১:১০আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১১:২৮

রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলায় পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাহেরপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকা থেকে অপ্রাপ্ত বয়সের ওই স্কুলছাত্রীকে অপহরণ করে স্থানীয় মেয়র আবুল কালাম আজাদের বাসায় নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়। তবে মেয়র দাবি করেছেন, বিয়ে হয়নি। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

অপহরণের শিকার ওই স্কুলছাত্রী এবার এসএসসির পরীক্ষার্থী ও জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বর্তমান বয়স ১৫ বছর বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তবে তুলে নিয়ে যাওয়া হলেও সেখানে পুলিশ পৌঁছার আগেই বিষয়টি উভয় পরিবারের সদস্যরা মীমাংসা করে ফেলেছিলেন বলে দাবি করেন বাগমারা থানার ওসি সেলিম হোসেন।

ওসি সেলিম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান চালায়। এসময় মেয়র আবুল কালাম আজাদ তাদের জানান মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে রেখেছেন। পরে পুলিশ গিয়ে মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পরিবারের সদস্যদের ডাকে। তবে পরিবারের সদস্যরা তখন কোনও অভিযোগ করেনি। তাই মেয়রের উপস্থিতিতে মেয়েকে তার পরিবারের সদস্যদের হাতে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

এদিকে অপহরণের শিকার ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা জানান, তাহেরপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্প্রতি ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের বয়স হয়নি বলে তার পরিবারের সদস্যরা সোহেলকে জানিয়ে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে শুক্রবার বিকালে সোহেল রানা ও তার রাজনৈতিক সহকর্মী ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ছয়টি মোটরসাইকেল ১২ থেকে ১৫ জন যুবলীগের নেতাকর্মী গিয়ে স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালায়। এসময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলির ছুড়ে বাড়ির ভেতর ঢুকে পরিবারের সদস্যদের মারপিট করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েটিকে তুলে নিয়ে যায়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মেয়রের বাড়িতে। পরে মেয়র নিজেই সোহেল রানার সঙ্গে মেয়েটির বিয়ে দেন। তার বাড়িতে কাজি আব্দুল মালেককে আগে থেকেই নিয়ে গিয়ে রাখা ছিল বলেও জানায় স্কুলছাত্রীর স্বজনরা।

ওই স্কুলছাত্রীর বড় ভাই জানান, এ ঘটনার পর তারা যেন থানায় যেতে না পারেন সে জন্য বাড়ির চার পাশের যুবলীগের কর্মীরা পাহারা দেয়। তবে পুলিশ যাওয়ার পর লোক পাঠিয়ে তাদের ডেকে নিয়ে যাওয়া হয় মেয়রের বাড়িতে। তার আগেই হুমকি দেওয়া হয়, পুলিশের কাছে কোনও ধরণের অভিযোগ করলে পরিবারের সদস্যদের মেরে ফেলা হবে।

তবে বাড়িতে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে এসে বিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছেন তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘বিয়ে দেওয়া হয়নি। উভয় পরিবারের সঙ্গে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।’

এদিকে কাজী আব্দুল মালেকও বলেন, ‘মেয়েটির বয়স কম তাই চলে এসেছি। বিয়ে রেজিস্ট্রি করিনি।’ 

আরও পড়ুন- 


বঙ্গবন্ধুকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন কাস্ত্রো: ড. কামাল

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫