X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দিয়াজের মৃত্যুর সুষ্ঠু বিচার চেয়ে চবিতে ছাত্রলীগের একাংশের অবরোধ

চট্টগ্রাম ব্যুরো
২৭ নভেম্বর ২০১৬, ১১:২৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১১:৩২


দিয়াজ ইরফান চৌধুরী
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুরহস্যের সুষ্ঠু তদন্ত দাবি ও দায়ীদের বিচার চেয়ে আজ রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে শনিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করে তারা। অবরোধের কারণে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাত্রবাহী কোনও ট্রেন শহর থেকে ছেড়ে যায়নি।
অবরোধ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন দিয়াজের অনুসারী হিসেবে বিবেচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি মো. মামুন। তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দিয়াজের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা এ অবরোধের ডাক দিয়েছে। এতে আমাদের সমর্থন আছে।
অবরোধের এ কর্মসূচিতে দিয়াজের মৃত্যুরহস্যের তদন্তসহ ৫ দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হচ্ছে: দিয়াজের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশ দ্রুত বাস্তবায়ন, সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে অপসারণ ও চাকরিচ্যুত করা, মামলার আসামি ছাত্রলীগের নেতা-কর্মীদের বহিষ্কার, প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন বাতিল করে পুনঃময়নাতদন্ত ও সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে, অবরোধের কারণে রবিবার সকাল থেকে কোনও ট্রেন চলাচল করেনি।
ষোলশহর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, নিরাপত্তাজনিত কারণে কোনও ট্রেন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
 উল্লেখ্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন দিয়াজ ইরফান চৌধুরী। গত রবিবার (২০ নভেম্বর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর প্রবেশ গেটের সামনে অবস্থিত বাসার নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুধবার ময়না তদন্ত প্রতিবেদন দেয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ। ময়না তদন্তে দিয়াজ আত্মহত্যা করেছেন এ তথ্য উল্লেখ থাকায় তা প্রত্যাখ্যান করেন দিয়াজের পরিবার ও তার অনুসারী নেতা-কর্মীরা। এ ঘটনায় হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করতে না পেরে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন দিয়াজের মা জাহেদা আমীন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে’র আদালতে তিনি এ মামলা করেন।
আসামিদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রেসিডেন্ট আলমগীর টিটু, সহকারী প্রক্টর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আনোয়ার হোসেনের নাম আছে বলে জানা গেছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!