X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ছাত্র-পুলিশ সংঘর্ষ: ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ১২:৩৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১২:৪১

ছাত্র-পুলিশ সংঘর্ষ: ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

কলেজ জাতীয়করণের দাবিকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় উপজেলা সদরে ১৪৪ জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। এদিকে, সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি এবং পথচারী সফর আলী মারা যাওয়ার ঘটনায় তার ভাই আরেকটি মামলা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফুলবাড়িয়ার জোড়বাড়িয়া থেকে ভালুকজান পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।  সকাল ৯ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। নির্দেশনায় সব ধরনের সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে, সোমবার সকাল থেকে উপজেলা সদরের ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ গেটসহ বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাবের গাড়িও এ সময় টহল দেয়। এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ গেটে কয়েকটি যানবাহনের ওপর হামলার ঘটনা ঘটে। ভাঙচুর ও হামলার আশঙ্কায় সোমবার সকাল থেকে আলম এশিয়াসহ দূরপাল্লার সব পরিবহন সার্ভিস ফুলবাড়িয়া বাজারের বাসস্ট্যান্ড থেকে দূরে সরিয়ে রাখা হয়।  অন্যান্য যানবাহন চলছে সীমিতভাবে।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার রাতে ময়নাতদন্ত শেষে অধ্যাপক আবুল কালাম আজাদের লাশ পুলিশ পাহারায় শহরের জামতলা মোড়ের বাসায় রাখা হয়। পরে সোমবার সকালে ফের পুলিশ পাহারায় জানাজার জন্য তার লাশ নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বেলা ১১ টায় সেখানে অধ্যাপক কালামের জানাজা অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের শিক্ষক, ও আন্দোলনরত শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী জানাজায় অংশ নেন।

এদিকে, কর্মস্থলে অধ্যাপক কালামের লাশ আনতে চাইলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল হাশেম। তিনি জানান, একজন প্রিয় শিক্ষকের জানাজার জন্য শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী অপেক্ষা করছিল। ক্যাম্পাসে লাশ নিতে না দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। অধ্যাপক কালামের জানাজা ও দাফনের জন্য কলেজের পূর্ব নির্ধারিত এইচএসসি’র নির্বাচনী পরীক্ষা সোমবার নেওয়া যায়নি।

প্রসঙ্গত, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, রবিবার সাড়ে ১২টার দিকে আন্দোলনরতরা মিছিল বের করতে চাইলে ক্যাম্পাসে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশের বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত হন শিক্ষক আবুল কালাম  আজাদ ও পথচারী ছফর আলী। পরে চুরখাই কমিউনিটি ভেজ কলেজ হাসপাতালে তাদের নেওয়ার পথে ছফর আলী মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক আজাদ।

/বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!