X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফুলবাড়ীয়ায় দুজন নিহতের ঘটনায় পৃথক তদন্ত কমিটি

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ১৫:৫০আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৫:৫০

ফুলবাড়ীয়ায় দুজন নিহতের ঘটনায় পৃথক তদন্ত কমিটি ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে শিক্ষকসহ দুইজন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে  তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া এ ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দায়ের মামলায় সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাত চার শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদিকে, নিহত পথচারী সফর আলীর ভাই হজরত আলী বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। শিক্ষক আবুল কালাম আজাদ নিহতের ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, রবিবার রাতে ফুলবাড়ীয়া থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত চার শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।  এছাড়া নিহত পথচারী সফর আলীর ভাই হজরত আলী বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।

প্রসঙ্গত, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, রবিবার সাড়ে ১২টার দিকে আন্দোলনরতরা মিছিল বের করতে চাইলে ক্যাম্পাসে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশের বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত হন শিক্ষক আবুল কালাম  আজাদ ও পথচারী ছফর আলী। পরে চুরখাই কমিউনিটি ভেজ কলেজ হাসপাতালে তাদের নেওয়ার পথে ছফর আলী মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক আবুল কালাম আজাদ। তবে পুলিশের দাবি তারা হার্ট অ্যাটাকে মারা গেছেন।  

সম্পর্কিত
সর্বশেষ খবর
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা