X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে রাবিপ্রবির শিক্ষার্থীরা

রাঙামাটি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ০২:৫৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০৩:০১

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার ৬ষ্ঠ দিনের মতো শহরের ভেদভেদীস্থ অস্থায়ী প্রশাসনিক ভবনে সামনে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। চূড়ান্ত আশ্বাস না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনে শিক্ষার্থীরা জানা গেছে, শুরু থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ভেদভেদীতে করা হলেও এর শ্রেণি কার্যক্রম চলে শাহ বহুমুখী প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষে। এখনও একইভাবে শিফটিংয়ের মাধ্যমে শ্রেণি কার্যক্রম চলছে। পর্যাপ্ত কক্ষ ও ল্যাবের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় শিক্ষার্থীরাও পড়েছেন দারুণ সমস্যায়। এ থেকে মুক্তি পেতে নিজস্ব ক্যাম্পাসে দ্রুত শ্রেণি কার্যক্রম শুরুর উদ্যোগ নিতে গত রোববার (২৭ নভেম্বর) মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদ হাসান বলেন, ‘একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও ন্যূনতম সুযোগ সুবিধাটুকু আমাদের নেই। দূরদুরান্ত থেকে উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে এসে আমরা হতাশা হচ্ছি। আমাদের অতিসত্ত্বর নিজস্ব ক্যাম্পাস প্রয়োজন।’

আরেক শিক্ষার্থী অর্জুন চাকমা বলেন, ‘অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মত আমাদেরও আধিকার রয়েছে ক্যাম্পাসের সুযোগ-সুবিধা ভোগ করার।’ শিক্ষার্থী মানসী চাকমা বলেন, ‘অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন এলাকায় আমরা পদে পদে ইভটিজিং ও লাঞ্ছনার শিকার হচ্ছি। এখানে আমাদের নূন্যতম নিরাপত্তাটুকুও নেই। তাই অতিদ্রুত ক্যাম্পাস বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু চাকমা বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রক্রিয়া চলছে। অধিগ্রহণের টাকা গত জানুয়ারি মাসেই জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। ভূমির মূল্য নিয়ে কিছু জটিলতা রয়েছে, জেলা প্রশাসক তা দূর করার চেষ্টা করছেন।’

শিক্ষার্থীদের আন্দোলন সর্ম্পকে তিনি বলেন, ‘তারা নির্দিষ্ট করে তারিখ ঘোষণার কথা বলছে, যা বলা আমার পক্ষে সম্ভব না। আমি তাদের বলেছি স্থায়ী ক্যাম্পাসের জন্য সবাই কাজ করছে, তোমরা ক্লাসে ফিরে যাও। তাদের যা দাবি, আমারও একই দাবি।’

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে আপাতত আনুষ্ঠানিক কোনও বক্তব্য দিতে পারবেন না বলে জানান। তবে তিনি জানান, ভূমির বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচ ভর্তির প্রায় চার মাস পরও শ্রেণি কার্যক্রম শুরু না হওয়ায় সেসময়ও শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল। অবশেষে আন্দোলনের পর গত বছরের ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ