X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ভোটার ১২৬০

চাঁদপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ১৪:১০আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৪:১০

জেলা পরিষদ নির্বাচন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর জেলায় ভোটার রয়েছেন ১২৮৮ জন। এর মধ্যে ২৮ নভেম্বর পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের যোগ্য ভোটার রয়েছেন ১২৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৬৮ ও নারী ভোটার ২৯২ জন। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রে ভোটাররা ভোট দেবেন।

আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটার হচ্ছেন জনপ্রতিনিধিরা। অর্থাৎ সিটি করপোরেশন (থাকলে) ও পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, চাঁদপুর জেলার ৮টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার রয়েছেন ১২৮৮ জন। এদের মধ্যে নানা কারণে কয়েকজন ভোটার তাদের ভোটাধিকারের যোগ্যতা হারিয়েছেন। বর্তমান হিসাবে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকারের জন্য যোগ্য ভোটার রয়েছেন ১২৬০ জন। তবে এর সংখ্যা বাড়তে পারে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার ৭ পৌরসভা ও ৮৯টি ইউনিয়নকে জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডে বিভাজন করা হয়েছে। এই ১৫টি ওয়ার্ডকে আবার পাঁচটি সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে। এই ১৫টি ওয়ার্ডেরই মোট ভোটার হচ্ছে ১২৬০ জন। প্রতি কেন্দ্রে একটি করে ভোটকেন্দ্র থাকবে। সে হিসেবে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫টি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, ১৫টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে ভোট কেন্দ্র হবে। ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হবে উপজেলা পরিষদ কমপ্লেক্স এবং শিক্ষা প্রতিষ্ঠান।

তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, চেয়ারম্যান প্রার্থীর জন্য জামানত ২০ হাজার টাকা, আর  সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যের জন্য জামানত ৫ হাজার টাকা করে। এছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় বাবদ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য ৫শ' টাকা এবং প্রতিটি ইউনিয়নের জন্য ৫শ' টাকা সরকারি চালান জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলনের সময়ই ভোটার তালিকার সিডি ক্রয়ের চালান কপি জেলা বা সদর উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ও ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১২ ডিসেম্বর, এবং ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর। এ নির্বাচনের রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা।

 

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী