X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফুলবাড়ীয়ায় শিক্ষকদের সঙ্গে ধর্মমন্ত্রীর বৈঠক: আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ১৮:২২আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৮:২২

ফুলবাড়ীয়ায় শিক্ষকদের সঙ্গে ধর্মমন্ত্রীর বৈঠক জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের শিক্ষকদের সঙ্গে বুধবার বৈঠক করেছেন ধর্মমন্ত্রীসহ রাজনৈতিক নেতারা। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেন তারা। কলেজের গভর্নিং বডি’র সভাপতির পদ থেকে স্থানীয় এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের পদত্যাগ, গভর্নিং বডি ভেঙে দেওয়া এবং কলেজের বর্তমান অধ্যক্ষ মোশারফ হোসেন বাচ্চুর পদত্যাগসহ এক মাস আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে।   

বুধবার (৩০ নভেম্বর) বেলা ১২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একটানা সাড়ে তিন ঘন্টার রুদ্ধধার বৈঠকে কলেজ জাতীয়করণের জন্য সরকারের কাছে সুপারিশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ছাড়াও অংশ নেন ফুলবাড়ীয়ার সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য ফখরুল ইমাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা। আরও অংশ নেন  ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাশেম, সদস্য সচিব কলেজ শিক্ষক ইকবাল হোসেন, অধ্যাপক ফজলুল হক। বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের পড়ে শোনান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন।

এ বিষয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘শিক্ষকসহ দুই জনকে হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিস্থিতি মোকাবেলাসহ সমস্যা সমাধানে আন্দোলনরত কলেজ শিক্ষকদের সঙ্গে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষকরাও বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। কলেজ জাতীয়করণের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।’

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান স্যার আমাদের ডেকে বৈঠক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। তবে কলেজ জাতীয়করণের সব প্রক্রিয়া আমরা চালিয়ে যাবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন বলেন, ‘আন্দোলনকারী শিক্ষকদের আমার সঙ্গে বৈঠক করতে বারবার অনুরোধ করেছি, কিন্তু তারা আমার কোনও কথা শোনেননি। আমার কথা শুনলে হতাহতের কোনও ঘটনাই ঘটতো না।’

আরও পড়ুন- 

 

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়