behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

আবারও ঢাকা-খুলনা রকেট সার্ভিস চালু

খুলনা প্রতিনিধি০১:২৪, ডিসেম্বর ০১, ২০১৬

 

খুলনাবহু কাঙ্ক্ষিত ঢাকা-খুলনা রকেট সার্ভিস অবশেষে পরীক্ষামূলকভাবে চালু হল। বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে ৫৭০ আসন বিশিষ্ট ‘এম ভি মধুমতি’ নামে যাত্রীবাহী নৌযানের উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। ঢাকা থেকে ছেড়ে আসা এম ভি মধুমতি বৃহস্পতিবার রাত রাত ৮টার দিকে খুলনা রকেট ঘাট টার্মিনালে এসে পৌঁছবে। মংলা-ঘষিয়াখালি নৌ-চ্যানেলে নাব্যতা না থাকায় ২০১১ সালের ২ অক্টোবর থেকে খুলনা-ঢাকা রকেট সার্ভিসটি বন্দ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি’র খুলনা অফিসের ব্যাবস্থাপক (বাণিজ্য) এম এ মান্নান জানান, ‘পরীক্ষামূলকভাবে আসা এম ভি মধুমতি বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় খুলনা রকেট ঘাট টার্মিনাল থেকে যাত্রী ও মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। আর আগামী ২ ডিসেম্বর খুলনা থেকে নিয়মিতভাবে রকেট সার্ভিস ঢাকা যাতাযাত করবে।’

বিআইডব্লিউটিসি’র জিএম (কমার্স) নুরুল আলম আকন্দ জানান, ‘সদরঘাট টার্মিনাল থেকে ৯১ জন এবং চাঁদপুর থেকে ১৫৬ জন যাত্রী উঠেছে। ঢাকা থেকে কেবিন বুকিং করে সরাসরি খুলনা আসার যাত্রীও এ জাহাজে রয়েছেন।’

এম ভি মধুমতিতে অবস্থানরত জিএম (কমার্স) সৈয়দ শাহ বরকতউল্লা টেলিফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজে দুটি নৌ-সংস্থার চার জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় জাহাজটি উদ্বোধনের সঙ্গে সঙ্গে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে।’

বৃহস্পতিবার এমভি মধুমতিকে স্বাগত জানানোর জন্য খুলনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে  উপস্থিত থাকবেন- খুলনা-২ আসনের সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বিআইডব্লিটিসি’র জেনারেল ম্যানেজার (মেরিন) ক্যপ্টেন শওকত সরদার, বিআইডব্লিউটিএ’র জয়েন্ট ডাইরেক্টর (পোর্ট অ্যান্ড ট্রাফিক) কায়সারুল ইসলাম প্রমুখ।

/এসএনএইচ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ