X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
আজ বিশ্ব এইডস দিবস

এইডস আক্রান্তের ঝুঁকিতে যক্ষা রোগীরা

খুলনা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৬, ০২:১৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ০২:১৪

এইডস যক্ষা রোগীরা এইচআইভি/এইডস আক্রান্তের ঝুঁকিতে পড়েছেন। খুলনায় ইতোমধ্যেই ৩ জন যক্ষা রোগীর রক্তে এইচআইভি/এইড জীবাণু পাওয়া গেছে। সচেতনতার অভাবে খুলনা অঞ্চলে এইচআইভি/এইডসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর খুলনায় এইডস আক্রান্ত হয়েছে ৫১ জন। এর মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ২১ জন (ছেলে ও মেয়ে শিশু আছে ১০ জন)।

আক্রান্তদের মধ্যে রয়েছে মহানগরীতে ১০ জন এবং ৯ উপজেলায় ১০ জন (পুরুষ, মহিলা ও শিশু)।

মুক্ত আকাশ বাংলাদেশ খুলনা মেডিক্যাল কলেজ শাখা এইচটিসি কাউন্সিলর ও কাম এডমিনিস্টর আবু মো. আলী জাভেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে যক্ষা আক্রান্ত রোগীর শরীরে এইচআইভি/এইডস জীবাণু পাওয়া যাচ্ছে। যক্ষার জীবাণু ও এইচআইভি/এইডস জীবাণুর চরিত্র প্রায় একই। এ কারণে যক্ষা আক্রান্তদের নিয়মিত চিকিৎসার পাশাপাশি এইচআইভি/এইডস জীবাণু সম্পর্কে জানার জন্য রক্ত পরীক্ষা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার এ শাখা থেকে ২০১৫ থেকে চলতি বছরের ভেম্বর পর্যন্ত ৩৭৫ জনকে এইচআইভি/এইডস টেস্ট করানোর পর ৩৭ জন শনাক্ত হয়। এর মধ্যে ১৪ জন মহিলা, মেয়ে শিশু ২, পুরুষ ১৭ ও ছেলে শিশু ৪ জন রয়েছে। এর মধ্যে মারা গেছে ৫ জন। তারা নড়াইল, সাতক্ষীরা ও যশোর এলাকার বাসিন্দা।’

মুক্ত আকাশ বাংলাদেশ কো-অর্ডিনেটর রেহানা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি বছর ৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে পুরুষ ৪ জন ও মহিলা ২ জন। খুলনায় মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা ৬৯ জন।’

তিনি আরও বলেন, ‘এইচআইভি/এইডস আক্রান্তদের মধ্যে ২৬ নভেম্বর শার্শা উপজেলার বাসিন্দা এক মহিলা মারা গেছেন। তিনি দীর্ঘদিন ভারতে বসাবস করছিলেন। বাংলাদেশ আসার পর তার শরীরে এইডস ধরা পরে।’

খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘খুলনায় নতুন এইচআইভি/এইডস আক্রান্তর সংখ্যা ৫১ জন। ২০১৫ সালে আক্রান্তর সংখ্যা ছিল ২৫ জন।’ 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এক জরিপে উল্লেখ করা হয়েছে, ভারতের ৫১ লাখ ব্যক্তি এইচআইভি জীবাণু বহন করছে। ভারত থেকে প্রতিদিন এক হাজার ট্রাক বেনাপোল সীমান্ত দিয়ে যাতায়াত করে। এই ট্রাক ড্রাইভারদের একটা অংশ এইচআইভি জীবাণু বহন করে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!