X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে পড়ার টেবিলে ধর্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৭

 

গোপালগঞ্জ গোপালগঞ্জে ঘরে ঢুকে অধ্যয়নরত এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা কাজল মোল্লা (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামে। ওই ছাত্রী সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। আজ বৃহস্পতিবার থেকে তার স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ধর্ষণের শিকার হওয়ায় ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
এ ঘটনায় সাতপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাতপাড় গ্রামের পিনাকি রঞ্জন বিশ্বাস পিন্টুর ছেলে প্রণব কান্তি বিশ্বাস বাপ্পী (৩৩) ও কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া গ্রামের ওমর আলী মোল্লার ছেলে কাজল মোল্লাকে (২৮) আসামি করে ওই ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার বিচার ও বাপ্পীকে গ্রেফতারের দাবিতে ওই ছাত্রীর সহপাঠী ও সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

ওই ছাত্রীর মা ও মামলার বাদী বলেন, আমার মেয়ের বার্ষিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সে ঘরের পড়ার টেবিলে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এসময় বাপ্পী দরজায় কড়া নেড়ে দরজা খুলতে বলে। দরজা খুলে দিতেই বাপ্পী ও কাজল দ্রুত মেয়ের ঘরে ঢুকে পড়ে। কাজলের সহায়তায় মেয়ের মুখ চেপে ধরে রেখে বাপ্পী ধর্ষণ করে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা হাতেনাতে কাজলকে আটক করে পুলিশে সোপর্দ করে। বাপ্পী পালিয়ে যায়।

ওই ছাত্রীর মা বলেন, আমার মেয়ে এ ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে। সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তার সহপাঠীরা যখন বার্ষিক পরীক্ষা দিচ্ছে তখন তার মেডিকেল করা হচ্ছে। আমি এ ঘটনার বিচার চাই।

সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মজুমদার বলেন, সকালের পরীক্ষার পর শিক্ষার্থীরা ঘটনার বিচারের দাবিতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে মানববন্ধন করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শওগাতুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কাজলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামী বাপ্পীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুল আলম বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য এরই মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা দ্রুত এ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দাখিল করবে।

/টিআর/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা