X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী নেই মুন্সীগঞ্জে, ৭৩ প্রার্থীর মনোনয়ন জমা

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
০২ ডিসেম্বর ২০১৬, ০৫:১৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ০৫:২০

জেলা পরিষদ নির্বাচন মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি গার্ড মোহাম্মদ মহিউদ্দিন একক প্রার্থী। তাই এই পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া ১৫টি সাধারণ সদস্য পদের তিনটিতেই আওয়ামী লীগের একক প্রার্থী। সদর উপজেলায় ১৩ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন ভূঁইয়া, শ্রীনগর উপজেলায় ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা এম মাহবুব উল্লাহ।
মুন্সীগঞ্জ জেলার মোট ২১ পদে প্রার্থী হয়েছেন ৭৩ জন। এসব প্রার্থীদের অধিকাংশই উৎসব মুখর পরিবেশে শেষ দিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাধারণ সদস্যের ১৫টি পদে  ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ৪, ৬ ও ১৩ নম্বর ওয়ার্ড ব্যতীত বাকি ১২টি ওয়ার্ডে একাধিক প্রার্থী। অর্থাৎ ৫৩ প্রার্থী। এর মধ্যে  ১ নম্বর ওয়ার্ডে ৪ জন, ২ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৩ নম্বর ওয়ার্ডে ২ জন,  ৪ নম্বর ওয়ার্ডে ১ জন,  ৫ নম্বর ওয়ার্ডে ২ জন, ৬ নম্বর ওয়ার্ডে ১ জন, ৭ নম্বর ওয়ার্ডে ২ জন, ৮ নম্বর ওয়ার্ডে ২ জন, ৯ নম্বর ওয়ার্ডে ৭ জন, ১০ নম্বর ওয়ার্ডে ৪ জন, ১১ নম্বর ওয়ার্ডে ৮ জন, ১২ নম্বর ওয়ার্ডে ৬ জন, ১৩ নম্বর ওয়ার্ডে ১ জন, ১৪ নম্বর ওয়ার্ডে ৪জন ও ১৫ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ৭ জন প্রার্থী হয়েছেন।

পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা আসনেও। সংরক্ষিত মহিলা সদস্যের ৫টি পদে ১৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। অর্থাৎ সংরক্ষিত সব পদেই একাধিক প্রার্থী। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ২ জন, ২ নম্বর ওয়ার্ডে ২ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৫ জন এবং ৫ নম্বর ওয়ার্ডে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। জেলার ৯২৭ জন প্রতিনিধি এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। ২৮ ডিসম্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনের রির্টানিং অফিসারর জেলা প্রশাসক সায়লা ফারজানা জানিয়েছেন, শনিবার সকাল ১০টায় চেয়ারম্যান পদে মনোনয়ন বাছাই হবে। একই দিন সকাল ১১টা থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে বাছাই হবে ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডের। বিকাল ৩টা থেকে বাছাই হবে ৪ ও ৫ নম্বর ওয়ার্ড। পরদিন রবিবার সাধারণ সদস্য পদের মনোনয়ন বাছাই হবে সকাল ১১টা থেকে ১ নম্বর থেকে ৭ নম্বর ওয়ার্ড, বিকাল ৩টায় ৮ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের বাছাই হবে। এসব বাছাই হবে জেলা প্রশাসকের সভা কক্ষে। প্রত্যাহারের সুযোগ থাকবে ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশের পর ১২ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। এদিন থেকেই প্রচারনা শুরু হবে। বাছাইয়ে মনোনয়ন পত্র বাতিল হলে অতিরিক্ত বিভাগীয় কমিশনাারের কাছে আপিল করার সুযোগ থাকবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি