X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে এমপি ও মেয়রের বিরোধের জেরে পৌর কার্যালয়ে তালা

বগুড়া প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ১১:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১১:০৩

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান ও মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের বিরোধ এখনও মেটেনি। এর জের ধরে এমপির সমর্থক ভবন মালিক ও যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ বৃহস্পতিবার সকালে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ফলে বাধ্য হয়ে মেয়র, কাউন্সিলর ও অন্যরা রাস্তায় দাঁড়িয়ে পৌরবাসীর সেবা করেছেন।
মেয়র সুমন দাবি করেন, এমপির নির্দেশে এ কাজ করা হয়েছে। তবে ভবন মালিক বলেন, এমপির নির্দেশে নয়, ভাড়াটিয়া রাখবেন না তাই তালা দিয়েছেন। এ ঘটনায় সাধারণ পৌরবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এ অচলাবস্থা নিরসনে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেছেন।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫০ হাজার টাকা অগ্রিম দিয়ে দুবছরের চুক্তিতে মাসিক ৮ হাজার টাকায় অফিসটি ভাড়া নেন তিনি। ভবন মালিক মাসুদ বৃহস্পতিবার সকালে লাইসেন্স পরিদর্শক আবদুর রশিদসহ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে পৌরবাসী সেবা থেকে বঞ্চিত রয়েছেন। খবর পেয়ে তিনি পৌরসভায় আসেন। তিনি বিষয়টি জেলা প্রশাসককে জানায় ও থানায় অভিযোগ করেন।

মেয়র সুমন অভিযোগ করেন, তার রাজনৈতিক উত্থান বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের এমপি ও তার লোকজন সহ্য করতে পারছে না। তাই তাকে অন্যায়ভাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। নানাভাবে হয়রানিও করা হচ্ছে।

এদিকে নিজেকে সারিয়াকান্দি উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক দাবি করে ভবন মালিক মাসুদুর রহমান মাসুদ বলেন, ২-৩ মাসের জন্য ভবনটি ভাড়া নেওয়া হয়েছিল। বার বার বলা সত্ত্বেও মেয়র পৌর কার্যালয় অন্যত্র সরিয়ে নেননি। ভাড়াটিয়া রাখা হবে না, তাই তালা দেওয়া হয়েছে। এখানে এমপি বা অন্য কারও উসকানি নেই।

সারিয়াকান্দি থানার ওসি ওয়াহেদুজ্জামান বলেন, মেয়র মৌখিকভাবে তাকে অভিযোগ করেছেন। তিনি উভয়পক্ষের কাছে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা