behind the news
 
Vision  ad on bangla Tribune

ঝালকাঠি জেলা পরিষদে আ. লীগ সমর্থিতদের মনোনয়ন দাখিল

ঝালকাঠি প্রতিনধি১১:২৫, ডিসেম্বর ০২, ২০১৬


জেলা পরিষদ নির্বাচনঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জেলা প্রশাসকের কাছে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে সরদার মো. শাহ আলম জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুল হক চৌধুরী জানান, জেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। আর সাধারণ সদস্য পদে ১৫ আসনের বিপরীতে ২০টি ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ আসনের বিপরীতে ৮ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই মনোনয়নপ্রত্র জমা দিয়েছেন। অন্য কোনও দলের কোনও প্রার্থী হতে আগ্রহ নেই কারও। এ নির্বাচনে জনপ্রতিনিধিরাই ভোট দিয়ে জেলা পরিষদ গঠন করবেন।

অধিকাংশ জনপ্রতিনিধিই আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপিসহ অন্য কোনও দলের কোনও প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহণ করেনি।

/এআর/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ