Vision  ad on bangla Tribune

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৫১ জনের মনোনয়নপত্র জমা

সিলেট প্রতিনিধি১৬:৪২, ডিসেম্বর ০২, ২০১৬

সিলেট জেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৫১ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৮ জন ও সদস্য পদে ১১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।জেলা পরিষদ নির্বাচন
জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তিনি জানান, নির্বাচনে ১ হাজার ৩৪৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ২১ সদস্যের পরিষদ নির্বাচিত করবেন।

আরও পড়ুন-

বাগেরহাট জেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী একজনই
ঝালকাঠি জেলা পরিষদে আ. লীগ সমর্থিতদের মনোনয়ন দাখিল

 

/টিআর/

লাইভ

টপ