behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

বরগুনা জেলা পরিষদে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী

বরগুনা প্রতিনিধি১৭:৩৮, ডিসেম্বর ০২, ২০১৬

জেলা পরিষদ নির্বাচনজেলা পরিষদ নির্বাচনে বরগুনায় চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সদস্য পদে ৪৫ এবং সংরক্ষিত আসনে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসক ড. মো. বশিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বরগুনা-১ আসনের সাবেক সংসদ মো. দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া জাতীয় পার্টি নির্বাচনে না আসলেও জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
/এআর/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ