X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শান্তিচুক্তির পর প্রাণ পেয়েছে পাহাড়ের অর্থনীতি

জিয়াউল হক, রাঙামাটি
০২ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০

রাঙামাটি ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত হয় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি। এ চুক্তি সম্পাদনের আগে পার্বত্য চট্টগ্রামের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুতেই পার্বত্যাঞ্চল অনেক পিছিয়ে ছিল সমতলের চেয়ে। কিন্তু চুক্তি সইয়ের পর পালটে যেতে থাকে এই অঞ্চলের চিত্র। সব খাতে আসতে থাকে ইতিবাচক পরিবর্তন। উৎপাদন বাড়তে থাকে মাছের, শস্যের। চুক্তির আগে রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলে ঘুরতে যেতে ভয় পেতেন পর্যটকরা। এখন তারা নির্দ্বিধায় বেড়াতে আসছেন পাহাড়ি এলাকায়। আগে যোগাযোগ ব্যবস্থা ছিল নাজুক। ফলে ব্যবসা-বাণিজ্যেও গতি ছিল না। এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় তাতে গতি বেড়েছে কয়েকগুণ।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি জেলার ব্যবস্থাপক মইনুল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের অর্থনীতিতে এখন কাপ্তাই হ্রদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শান্তিচুক্তি সইয়ের আগে সরকার এই হ্রদ থেকে এক কোটি টাকাও রাজস্ব পেত না। এখন এই হ্রদ থেকে সরকারি কোষাগারে প্রতিবছর প্রায় ১০ কোটি টাকা যোগ হচ্ছে। চুক্তির পর কাপ্তাই হ্রদে মাছ ধরার পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। রাঙামাটির কয়েক হাজার পরিবার এখন কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল।’
রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক জ্ঞানেন্দু বিকাশ চাকমা জানান, যোগাযোগ ব্যবস্থায় উন্নতি আসায় এখন পাহাড়ের মানুষ নিজেদের উৎপাদিত পণ্য সহজে জেলায় নিয়ে বিক্রি করতে পারছেন। তাতে তাদের অর্থনৈতিক অবস্থাও বদলাচ্ছে। তিনি বলেন, ‘শান্তিচুক্তির আগে পার্বত্য আঞ্চলের মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করত। তারা দুর্গম উপজেলা থেকে কৃষিপণ্য নিয়ে জেলা শহরে বিক্রি করছেন। পাহাড়ের গা ঘেঁষে আনারস, কলা, আম, কাঠাল, জুম চাষ হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় সেগুলো অল্প সময়েই সারাদেশে ছড়িয়ে পড়ছে।’
শান্তিচুক্তির পর পর্যটকদের যাতায়াত বেড়েছে জানিয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙামাটি জেলা শাখার ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ‘চুক্তির আগে এখানে সেভাবে পর্যটক আসতেন বলে তথ্য নেই আমার কাছে। এখন পর্যটকরা স্বাধীনভাবে ভ্রমণ করতে পারছেন। গত কয়েক বছরে যে পরিমাণ পর্যটক এখানে এসেছেন তা আগের যেকোনও সময়ের তুলনায় বেশি।’
রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী সোলেইমান চৌধুরী বলেন, ‘চুক্তির পর এ অঞ্চলে কাঠের ব্যবসা কয়েকগুণ বেড়েছে। পাহাড়ে আগে গাছের বাগান কেনা যেত না। এখন ব্যবসায়ীরা হরহামেশাই পাহাড়ে বাগান কিনছেন। এতে কাঠের ব্যবসা বেড়েছে। তারাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।’ শান্তিচুক্তির পর বিশেষত যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসার কারণেই এ অঞ্চলে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজ বেগম চিনু। তিনি বলেন, ‘আগে দুপুর ৩টার পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। এখন সেই চিত্র বদলে গেছে। এখন মানুষ স্বাধীনভাবে ব্যবসা করছে। যোগাযোগ বৃদ্ধির ফলে ব্যবসা-বাণিজ্যেও গতি এসেছে।’
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা মনে করেন, শান্তিচুক্তি সইয়ের পর পাহাড়ের সংঘাতময় পরিস্থিতির চিত্র বদলেছে। তবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সজীব চাকমা বলেন, ‘পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীর সুবিধার জন্য চুক্তি করা হয়েছিল তারা এখনও সেই সুবিধা পাচ্ছেন না। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে তারাও সব সুযোগ-সুবিধা পাবেন।’

আরও পড়ুন-

পার্বত্য শান্তিচুক্তির ১৯ বছর পূর্তি আজ

‘শান্তিচুক্তি বাস্তবায়নে আন্দোলনের প্রয়োজন নেই’

 

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী