X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা অসুস্থ তারামন বিবির

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
০২ ডিসেম্বর ২০১৬, ২১:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ২১:৩৩

বীর প্রতীক তারামন বিবি বীর প্রতীক তারামন বিবি অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তিনি। গত দুই সপ্তাহে শারীরিক এই সমস্যা আরও প্রকট হয়েছে। ১১ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তারামন বিবি জানান, এর মধ্যে চিকিৎসার জন্য রংপুর গিয়েছিলেন তিনি। তবে তাতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বর্তমানে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শংকর মাধবপুরের কাচারিপাড়ার বাড়িতে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি।
আজ শুক্রবার (২ ডিসেম্বর) তারামন বিবির সঙ্গে মোবাইল ফোনে কথা হয় বাংলা ট্রিবিউনের। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন,‘খুব একটা ভালো নাই। শ্বাসকষ্টের জন্য আমার কথা বলতে কষ্ট হয়। শীতে এই কষ্ট আরও বেড়েছে।’
কী চিকিৎসা চলছে জানতে চাইলে তারামন বলেন, ‘কিছুদিন আগে আমি রংপুরে গিয়ে চিকিৎসা নিয়ে আসছি। আমাকে সবসময় নেবুলাইজার নিতে হয়, অক্সিজেন নিতে হয়। কিন্তু আমি কোনও উপকার পাইতেছি না। আমি বর্তমানে ভালো নাই।’
তারামন বিবি মনে করেন, বাংলাদেশে তার চিকিৎসা শেষ। তাই তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য আবেদন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তারামন বলেন, ‘আমাকে যদি উন্নত চিকিৎসার জন্য মাদ্রাজে নিয়ে যাইত, তাইলে মরেও শান্তি পাইতাম। প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন।’ দেশবাসীর কাছেও নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তারামন বিবি।
বীরপ্রতীক তারামন বিবির প্রকৃত নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নং সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এই সম্মাননা। সরকার তাকে কুড়িগ্রামে জমি দিলেও তারামন বিবি নিজের গ্রামের বাড়িতেই বেশিরভাগ সময় থাকেন।


/টিআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন