X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আ.লীগ সভাপতির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করায় নেতাকর্মীদের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ০০:৫২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ০০:৫৪

নেত্রকোনা নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খানের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় মতিয়ার রহমানের সাতপাইস্থ বাসভবনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুহাম্মাদ খান পাঠান বিমলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওবাদুল হক রতন, সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক  সানোয়ার হোসেন ভূইয়া , কৃষি বিষয়ক সম্পাদক দীপক ধরগুপ্ত  সমাজ  কল্যাণ সম্পাদ মনোয়ার হোসেন সুজন, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, অ্যাডভোকেট অসীত সরকার সজল, দীপায়ন সরকার প্রমুখ।

এ সময় কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস বলেন, ‘সামছুজ্জোহার বিরুদ্ধে একাত্তরে নানান অপকর্মের অভিযোগ আছে। তিনি ব্যাংক লুট করেছিলেন। তিনি মানসিক রোগী। তিনি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সর্ম্পকে কটূক্তি করার কারণে জেলা আওয়ামী লীগ সভাপতির পদ থেকে অব্যাহতি পেয়েছিলেন। তিনি কিছু লোকের ইন্দনে এ অভিযোগ করেছেন।’

এ সময় আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান খান কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমি আমার জীবন দলের জন্য বিলিয়ে দিয়েছি। দেশরত্ন শেখ হাসিনা আমার কাজে সন্তুষ্ট হয়ে জেলার সভাপতির দায়িত্ব দিয়েছেন। যুদ্ধকালীন সময়ে আমি মাটির নিচে লুকিয়ে থেকেছি। আমার পরিবারের ওপর অত্যাচার হয়েছিল। আমি সভাপতি হওয়ার কারণে সামছুজ্জোহা আমার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনো আছে।’

তিনি আরও বলেন, ‘আমি স্বাধীনতার সময় কোনও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নিন্দা ও জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সামছুজ্জোহা।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের