X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে মামলা তুলে না নেওয়ায় হামলা, আহত ৪

বগুড়া প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪

সারিয়াকান্দিতে মামলা তুলে না নেওয়ায় হামলা, আহত ৪ বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রী রূপালী খাতুন হত্যা মামলা প্রত্যাহার না করায় আসামি পক্ষের মারধরে মামলার বাদীসহ ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বাদী হাফিজার রহমান ও ইকবাল হোসেন নামে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নিজবলাইল বাজারে একটি ঘরে তাদের আটকে রেখে মারধর করা হয়।

সারিয়াকান্দি থানার এসআই মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোর্টে দায়ের করা মামলার কপি থানায় আসেনি। মামলায় ইউপি চেয়ারম্যানের ছেলে ও সরকারি দলের অন্যান্যরা আসামি হয়েছেন এ সন্দেহে বাদী ও তার লোকজনকে মারধর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ হামলার ঘটনায় মামলা দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।’

আহত বাকি দুজন হলেন, সারিয়াকান্দির নিজবলাইল পশ্চিমপাড়া গ্রামের বজলার রহমান সাজু ও সাজেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ জুলাই সকালে নিজবলাইল গ্রামে বাড়ির পাশে খোলাস্থানে একটি কাঁঠাল গাছে মামলার বাদী হাফিজার রহমানের মেয়ে রূপালী খাতুনের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে হাফিজার রহমান থানায় হত্যা মামলা করেন। লাশের ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা উল্লেখ থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল হাসানও আত্মহত্যা উল্লেখ করে মামলার ফাইনাল রিপোর্ট জমা দেন। এরপর ছাত্রীর বাবা আদালতে মামলা করেন।

এদিকে ওই মামলায় হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন চিনি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কমল হোসেন ও তাদের সহযোগীদের আসামি করার বিষয়টি ফাঁস হয়ে যায়। এরপর থেকে মামলাটি প্রত্যাহারে আসামিরা হাফিজার রহমানকে চাপ দিয়ে আসছিল।

শুক্রবার রাত ৮টার দিকে হাফিজার, তার আত্মীয় ইকবাল হোসেন, বজলার রহমান সাজু ও সাজেদুল ইসলাম নিজবলাইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান মতির ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদুল ইসলাম, একই সংগঠনের কমল ও ছাত্রলীগ নেতা চিনির নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। তাদের ওই বাজারে তৌহিদের ডিস সংযোগ দেওয়ার অফিসে নিয়ে যায়। মামলায় আসামি করার অপরাধে তাদের চারজনকে বেধড়ক মারধর করা হয়। এদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা সটকে পড়ে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদুল ইসলাম জানায়, তাদের অন্যায়ভাবে হত্যা মামলা আসামি করা হয়েছে। তবে বাদীর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে কিন্তু তারা কাউকে মারধর করেনি।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা