X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বাংলাদেশ হবে পৃথিবীতে শান্তির দেশ’

ভোলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৬

পুলিশের জঙ্গিবিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন তোফোয়েল আহমেদ

বাংলাদেশ একদিন পৃথিবীর মধ্যে শান্তির দেশে পরিণত হবে, এমন আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগান নিয়ে শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি সন্ত্রাস বিরোধী সমাবেশ ২০১৬ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে কমিউনিটি পুলিশিং জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী, মাদকবিরোধী ও জঙ্গিবিরোধী পরিবেশ তৈরি করে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে শান্তির দেশ । বঙ্গবন্ধু দু’টি স্বপ্ন দেখেছিলেন। একটি ছিল বাংলাদেশ স্বাধীন করা, অন্যটি ছিল সুজলা সুফলা সোনার বাংলা গড়ে তোলা । একটি তিনি করে গেছেন, আরেকটি তিনি শেষ করে যেতে পারেননি । 

তিনি আরও বলেন, ‘বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে চলছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশেরই নেতা নন। তিনি এখন বিশ্বেরও বরেণ্য নেতা ।

সমাবেশের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিং একটি দর্শন । মানুষ ও পুলিশের পারস্পরিক সমঝোতা ছাড়া মানুষকে ভালো সেবা দেওয়া যাবে না। নিরপেক্ষতা ও সততা নিয়ে কউিনিটি পুলিশের কাজ করতে হবে । ভালো লোকদের নিয়ে কমিটি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের কাছে যেতে এখন নেতার দরকার নেই। প্রয়োজনে আপনারা সরাসরি পুলিশের কাছে যাবেন । পুলিশ সম্পর্কে মানুষের ভুল ধারণা একসময় কমে যাবে ।

জঙ্গিবাদ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আইজিপি বলেন, ‘ইসলামকে ধ্বংস করার জন্য জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে । নিরীহ মানুষকে হত্যার মাধ্যমে জঙ্গিদের আত্মপ্রকাশ ঘটেছে । তারা নামাজ পড়া অবস্থায় মানুষ হত্যা করে । দায়িত্বরত অবস্থায় পুলিশ হত্যা করে ।’

‘পুলিশ ইচ্ছে করে কোনও জঙ্গিকে মারে না’ উল্লেখ করে আইজিপি জানান, জঙ্গিদের আস্তানার খবর পেয়ে পুলিশ যখন আস্তানা ঘেরাও করে  তখন তাদেরকে আত্মসমর্পণ করতে বলে, তারা তা না করে পুলিশের ওপর হামলা করে। তখন সংঘর্ষে তারা মারা যায়।

জেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সংরক্ষিত ৩১৫ আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট মমতাজ বেগম, বরিশাল রেঞ্জের ডিআইজিপি শেখ মারুফ হাসান, ভোলা জেলা প্রশাসক সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবদুল মোমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব মো. ইউনুস প্রমুখ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো