X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অবশেষে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে সেই স্কুলছাত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:১৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:১৫

হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবলে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীকে বহিষ্কারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তাকে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।  বাহুবলের শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।

রবিবার সপ্তম শ্রেণির ধর্ম শিক্ষা পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম শনিবার মধ্যরাতে সাংবাদিকদের ওই শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জেলার বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের কাছে নতুনবাজার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ও চাকরির প্রলোভন দেখিয়ে পাশের হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী ফাতেমা বেগম গত ১৯ জুলাই বাড়ি থেকে বের করে নিয়ে যায়। পরে ফাতেমা ওই ছাত্রীকে একই উপজেলার যশপাল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে জাহির হোসেন (৩৫) ও একই গ্রামের আজগর আলীর পুত্র সামছুদ্দিনের হাতে তুলে দেয়। এরপর রাতে স্থানীয় মিরপুর বাজারে সানি ফার্নিচার মার্ট নামের দোকানে নিয়ে তাকে রাতভর ধর্ষণ করে জাহির ও শামসু। পরদিন ওই ছাত্রীকে অন্যত্র পাচারের চেষ্টার সময় বাজারের পাহারাদার তাদের আটকের চেষ্টা করে। পরে ধর্ষকরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, ঘটনার পর তিনি তার মেয়েকে স্কুলে পাঠাতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব আলী তাকে বাধা দেন। প্রধান শিক্ষক আপাতত মেয়েটিকে স্কুলে না পাঠানোর পরামর্শ দেন। পরে স্থানীয় গণ্যমান্য লোকেরা এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও প্রধান শিক্ষক একই পরামর্শ দেন।

মেয়েটির বাবা বলেন, ‘প্রধান শিক্ষকের পরামর্শ মতে আমি আমার মেয়েকে ঘটনার পর থেকে প্রাইভেট শিক্ষকের মাধ্যমে বাড়িতেই লেখাপড়া করিয়েছি। বার্ষিক পরীক্ষার সময় ঘনিয়ে আসায় আমি আবার স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আমার মেয়েকে ছাত্রপত্র দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই তাকে তিনি পরীক্ষায় অংশ নিতে দিতে পারছেন না।’

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা অরুন চক্রবর্তী বলেন, ‘মেয়েটিকে স্কুলে লেখাপড়া ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমি স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিদ্যালয়ে যোগাযোগ করেছি। প্রধান শিক্ষক আমাদের বলেছেন, ধর্ষণের শিকার ছাত্রীটিকে বিদ্যালয়ে যেতে দেওয়া হলে এর প্রভাব অন্যান্য ছাত্রছাত্রীদের ওপর পড়বে। তাই ‘বৃহত্তর স্বার্থে’ তাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মোবাইল ফোনে বলেন, ‘ঘটনার পরপরই বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে ম্যানেজিং কমিটি ওই ছাত্রীটিকে ছাত্রপত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই তাকে ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)সিদ্ধান্তের কারণে রবিবার নির্ধারিত ধর্ম পরীক্ষায় তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।’

আরও পড়ুন- 

নাসিক নির্বাচন: কার খরচ কত

এজাহার থেকে নাম তুলে নিতে সাঁওতালদের হুমকি এমপি সমর্থকদের

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন