X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট

উপাচার্যের বাসভবনে দীর্ঘদিন পড়ে আছে নতুন কেনা দু’টি বাস

রংপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৫০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৪:০৭

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের পরিবহনের জন্য কেনা দু’টি বাস ব্যবহার না করে দীর্ঘ পাঁচ মাস ধরে উপাচার্যের বাসভবনের ভেতরে ফেলে  রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কবে নাগাদ এ বাস দুটি উদ্বোধন করে চালু করা হবে সেটিও বলতে পারছেন না কোনও কর্মকর্তা।

বাসের অভাবে শিক্ষার্থী ও কর্মচারীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে ভুক্তভোগীদের অনেকে নাম প্রকাশ না করার অনুরোধে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানান। পরিবহন পুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী হাসান বাস দু’টির উপাচার্যের বাসভবনে পড়ে থাকার তথ্যটির সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে ড. নুর উন নবীর সঙ্গে কথা বলার জন্য ফোনে একাধিকবার চেষ্টা করেও মেলেনি কোনও সাড়া। পরে পরিবহন পুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী হাসান জানান, কেন বাস দুটো চালু  হচ্ছে না, সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে এ ব্যাপারে উপাচার্য সব জানেন বলে ধারণা তার।

উপাচার্যের বাসভবন প্রাঙ্গণে পড়ে আছে দুটি বাস

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বাংলা ট্রিবিউনকে জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  যাতায়াতের জন্য মোট ৪টি বাস রয়েছে। এর মধ্যে ১টি ভাড়া করা। বাকি ৩টি বাস বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। কর্মকর্তা এবং শিক্ষকদের পরিবহনের জন্য একটি করে মোট দু’টি বাস রয়েছে।

ভুক্তভোগীরা বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯ হাজার শিক্ষার্থীর যাতায়াতের জন্য বাস রয়েছে মাত্র চারটি। এ অবস্থায় পরিবহন সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থীরা অনেকবার সভা-সমাবেশ ও মানব বন্ধন করেছেন। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ দু’টি বাস কেনার সিদ্ধান্ত নেয়। পাঁচ মাস আগে বাস দুটি ক্রয় করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসার পর তা চালু না করে বাস উপাচার্য অধ্যাপক ড. নুর উন নবীর বাসভবনে নিয়ে সেখানেই রেখে দেওয়া হয়।

উপাচার্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর বাস দুটি চলাচল করবে, প্রশাসনের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর পাঁচ মাসেও উদ্বোধন করার কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং উপাচার্যের বাস ভবনের ভেতরে অযত্নে অবহেলায় পড়ে থাকার কারণে সদ্য কেনা বাস দুটির বিভিন্ন যন্ত্রাংশ মরিচা পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।  

/ এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী