X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীর মেয়রের সহকারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ০৯:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০৯:২৪

রাজশাহীর মেয়রের সহকারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নিযাম-উল-আযীমের ব্যক্তিগত সহকারীর (পিএস) বিরুদ্ধে কোটি টাকার জমি দখলের অভিযোগ উঠেছে। ওই জমি দখল নিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সেখানে থাকা দোকানপাট ভেঙে ফেলে মেয়রের পিএস আজমীর আহমেদ মামুন ও তার লোকজন। পরে র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় র‌্যাব আজমীরকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন আজমীর।

নগরীর বর্ণালী মোড় এলাকার ওই ৬ শতাংশ জমি স্ত্রীর নামে কেনেন বলে দাবি করছেন স্থানীয় মোসলেম আলী। আর জমিটি পৈত্রিক সম্পত্তি বলে দাবি করছেন আজমীর আহমেদ ও তার দুই ভাই। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চলছে উত্তেজনা চলছিল।

স্থানীয়রা জানান, জমিতে কয়েক বছর ধরে ছয়টি দোকানঘর রয়েছে। এর মধ্যে একটি ঘর মোসলেম আলীর ছেলের গিটার প্রশিক্ষণ কেন্দ্র। বাকি পাঁচটি থেকে ভাড়া তুলতেন তিনি। গত এপ্রিলে মেয়রের পিএস ও তার ভাই রেজমীর আহমেদ সামান এসে দোকানগুলোয় তালা দিয়ে দেন। এরপর মোসলেম আলী ফের দোকানগুলো নিজের দখলে নেন। বুধবার (৩০ নভেম্বর) রাতে সামান ও মামুন শ্রমিক নিয়ে এসে দোকান ঘরগুলো ভেঙে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করেন। বৃহস্পতিবার সকালে ফের ভাঙচুর চালাতে শুরু করলে র‌্যাব এসে থামিয়ে দেয়।

মোসলেম আলীর দাবি, ১৯৯৫ সালে স্থানীয় আব্দুল মান্নানের কাছ থেকে ওই জমি তিনি তার স্ত্রীর নামে কিনেছেন। এরপর তিনি সেখানে মার্কেট নির্মাণ করেন। কিন্তু ওই সম্পত্তি স্বল্পমূল্যে জোর করে কিনে নেওয়া হয়েছে বলে আব্দুল মান্নানের ছেলেরা সম্প্রতি মার্কেটটি দখল নেওয়ার চেষ্টা করছিল। মেয়র নিযাম-উল-আযীমের প্রভাব খাটিয়ে তারা জোর করে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছেন। অথচ এই জমির দলিল ব্যবহার করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ৮ লাখ টাকার ঋণ নেওয়া হয়েছে।

রাজশাহীর মেয়রের সহকারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিষয়টি নিয়ে জানতে চাইলে আজমীর আহমেদ বলেন, ‘অনেকদিন আগে মোসলেম আলীর  কাছ থেকে আমার বাবা আব্দুল মান্নান দেড় লাখ টাকা ধার নিয়েছিলেন। টাকা নেওয়ার সময় একটি স্ট্যাম্পে মোসলেম আলী বাবার কাছ থেকে স্বাক্ষর নেন। স্ট্যাম্পে লেখা ছিল, যথাসময়ে টাকা পরিশোধ করতে না পারলে ওই জমি তাকে লিখে দিতে হবে। পরবর্তীতে বাবা টাকা পরিশোধ করতে না পারায় জমির দলিল করে নেয় মোসলেম। বিষয়টি জানতে পেরে আমার ভাই রেজমীর আহমেদ মামলা করেছে। মামলায় আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে।’

এ প্রসঙ্গে রেজমীর বলেন, ‘আদালত আমাদের পক্ষে রায় দেওয়ায় নিজেদের জমি হিসেবেই আমরা পুরনো দোকান ভেঙে নতুন করে ভবন নির্মাণের কাজ শুরু করেছিলাম। জমির মালিকই তো মোসলেম আলী নন, তাই তার দোকান ভাঙচুরের প্রশ্নই ওঠে না। আমার ভাই সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী। এ জন্য তারা আমার ভাইকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।’

মোসলেম আলীর বড় ছেলে মোস্তাফিজুর রহমান রিয়ন জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবারের দোকান ভাঙচুরের ঘটনায় তার বাবা আদালতে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার বোয়ালিয়া থানায় জোর করে জমি দখলের একটি লিখিত অভিযোগ করেছেন। এরই মধ্যে এ ঘটনা ঘটলো।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়