X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১১:০১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:০৭

দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তিন যুবকের মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে রানীগঞ্জ কলাবাড়ী এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, নাটরের সদর উপজেলা শহরের কানাইখালী এলাকার সাব্বির (২৫), একই এলাকার আব্দুল্লাহ (২৫) ও রথবাড়ী এলাকার সোহেল (২৬)।

পুলিশ জানিয়েছে, তারা তিনজনই ওই এলাকার সাব্বির বাহিনীর সদস্য। এদের মধ্যে সাব্বিরের বিরুদ্ধে ১২টি, সোহেলের বিরুদ্ধে ৩ টি ও আব্দুল্লাহর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান, তিন যুবকের শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি আরও জানান, নিহতদের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ঘোড়াঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এর আগে আজ সোমবার সকালে উপজেলার কলাবাড়ী নামক এলাকায় একটি আমবাগানে তিন যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ওই তিনজনকে কালো মাইক্রোবাসে করে কে বা কারা গত পরশু রাতে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ঘোড়াঘাট এলাকায় তাদের লাশ পাওয়া যায়। তিনি আরও জানান, পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাদের হত্যা করা হয়েছে। 

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ