X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে উদ্ধার লাশগুলো নাটোরের ৩ যুবলীগ কর্মীর

নাটোর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৩

নাটোর দিনাজপুরের ঘোড়াঘাট থেকে উদ্ধার লাশগুলো নাটোরের তিন যুবলীগ কর্মীর। অপহরণের প্রায় ৩৬ ঘণ্টা পর পৌর যুবলীগের তিন কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গত ৩ ডিসেম্বর রাতে তারা নাটোর তকিয়া-ঢালান এলাকার একটি চায়ের দোকান থেকে অপহৃত হন।

নিহতরা হলেন পৌর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য শহরের কানাইখালী মহল্লার সোনা মিয়ার ছেলে রেদোয়ান আহমেদ সাব্বির (২৮), একই মহল্লার লুৎফর রহমানের ছেলে পৌর যুবলীগকর্মী আব্দুল্লাহ (২৭) এবং পৌর যুবলীগ কর্মী শহরের উত্তর-বড়গাছা এলাকার সোহেল (২৬)।

সদর পুলিশের দাবি, সাব্বিরের বিরুদ্ধে ১২টি হত্যা মামলা এবং সোহেলের বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে তিনটি মামলা রয়েছে।

এদিকে, তিন যুবলীগ কর্মীকে অপহরণের তদন্ত, অপহরণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগ। সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে পৌর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সাঈম হোসেন উজ্জ্বল, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান বুলেট, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাব্লু এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট সাঈম হোসেন উজ্জ্বল ও হাসিবুল হাসান বুলেট দাবি করেন, গত ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে সাব্বির, আব্দুল্লা ও সোহেল ব্যবসায়ীক কাজে তকিয়া-ঢালান এলাকায় যায়। কাজ শেষে তারা স্থানীয় মান্নানের চায়ের দোকানে চা পান করছিল। হঠাৎ ১৫-১৬ জনের একদল দুর্বৃত্ত একটি সাদা ও অপরটি কালো রঙের হাইএস মাইক্রোবাস যোগে সেখানে যায়। তারা তিনজনকে মারপিট করে মাইক্রোবাসে তুলে নিয়ে রাজশাহীর দিকে রওনা দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও পৌর যুবলীগ নেতারা নাটোর ও রাজশাহীর বিভিন্ন থানায় যোগাযোগ করেও তাদের কোনও সন্ধান করতে পারেনি। সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় তারা অপহৃতদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সাব্বিরসহ তিন যুবলীগ কর্মীর অপহরণের তদন্ত, অপহরণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পৌর যুবলীগ।

বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে সদর থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সাব্বিরের মা রুখসানা বেগম রবিবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এক প্রশ্নের জবাবে ওসি দাবি করেন, সাব্বিরের বিরুদ্ধে ১২টি হত্যা মামলা এবং সোহেলের বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ তিনটি মামলা রয়েছে।

আরও পড়ুন:
দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া