X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউনে খবর প্রকাশের পর নিখোঁজ চম্পা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৯





গাজীপুর বাংলা ট্রিবিউনে খবর প্রকাশের চারদিন পর শ্রীপুরের নিখোঁজ চম্পা বেগমকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।



গত ৩০ নভেম্বর অন লাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে ‘‘শ্রীপুরের চম্পার শেষ কথা ‘ভাইয়া আমাকে বাঁচান”এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই শ্রীপুর থানা পুলিশ চম্পাকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে।
চম্পা বেগম (২৫) শ্রীপুর পৌর এলাকার কেওয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তাকে গত আড়াই মাস আগে চাকরির উদ্দেশে সৌদি আরবে পাঠানো হয়।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ডোয়াইনগর গ্রামের ফজলুল হকের ছেলে মোবারক হোসেন (৪৫) তাকে সৌদি আরব পাঠায়। মোবারক হোসেন কেওয়া গ্রামের আব্দুল কুদ্দুসের এর জামাতা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, চম্পা বেগমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধারের তৎপরতা শুরু করে। অভিযুক্ত মোবারকের সঙ্গে যোগাযোগ করে চম্পা বেগমকে উদ্ধারের চেষ্টা করা হয়। রবিবার রাত সাড়ে ৮টার দিকে মোবারকের মাধ্যমে চম্পা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সেখান থেকে চম্পাকে নিয়ে মোবারক শ্রীপুরের মাওনা চৌরাস্তা পৌঁছালে তাদের দুজনকেই আটক করা হয়।
চম্পা বেগম জানান, সে শ্রীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করত। কুলফু (৫) নামে তার একটি ছেলে সন্তান রয়েছে। গত বছর তিনেক আগে তার স্বামী আব্দুল মালেক তাকে ফেলে চলে যায়।
চম্পা আরও জানায়, মোবারক হোসেন ও তার শ্বশুড় বাড়ির লোকজন তাকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের লোভ দেখায়। তাকে সৌদি আরবে বেশি বেতনে চাকরির প্রতিশ্রুতি দেয়। এজন্য মোবারক হোসেন তার কাছে খরচ বাবদ ৭০ হাজার টাকা দাবি করে। পরে সে পাসপোর্ট করে মোবারক হোসেনের কাছে ৪০ হাজার টাকা তুলে দিই। বাকি টাকা সৌদি আরবে চাকরি করে পরিশোধের মৌখিক চুক্তি হয়। পরে মোবারক ২৯ সেপ্টেম্বর বিদেশ পাঠানোর কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে যায়।
চম্পা জানায়, ওই দেশের রিয়াদ আমিনতু এলাকায় পাঠিয়ে তাকে দেহ ব্যবসার কাজ করতে চাপ দেয়। তাতে সে রাজি না হওয়ায় তাকে একটি আলাদা ঘরে রাখা হয়। পরে তাছলিমা নামে এক বাঙালি নারী তাকে দেহ ব্যবসায়ের কাজে বাধ্য করতে মারধর করে।
অভিযুক্ত মোবারক হোসেন জানান, চম্পাকে বিক্রি করা হয়নি। সৌদি আরব পাঠানোর জন্য তার কাছ থেকে কোনও টাকা পয়সাও নেওয়া হয়নি। চম্পা এমনিতেই সৌদি আরব গিয়েছে। তাকে দিয়ে দেহ ব্যবসায়ের কাজে বাধ্য করানোর অভিযোগ ঠিক নয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযুক্ত মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা