X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: রিটার্নিং অফিসার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ২০:৩৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২০:৩৪

নাসিক নির্বাচন নির্বাচনে কোনও প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। তিনি সোমবার প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘ কোনও ব্যক্তি বা দল নয়, আইন সবার জন্য সমান।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ১৫৬ জন ও নারী কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে নিরাপত্তার বিষয়ে রিটার্নিং অফিসার বলেন, ‘পৌনে পাঁচ লাখ ভোটারের জন্য পুলিশ, র‌্যাব, আনসারসহ অন্যান্য সংগঠনের নিরাপত্তাবাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ২৭টি ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেট থাকবে। বৈধ ও অবৈধ অস্ত্র জমা নেওয়া হবে। প্রার্থীরা ২৭টি ওয়ার্ডে ২৭টি মাইক ও ৪টি নির্বাচনি ক্যাম্প করতে পারবেন। সোমবার থেকে নির্বাচনের ২০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করে গণসংযোগ করতে পারবে। এর বাইরে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাইক ও ক্যাম্প বা মাইক ব্যবহারের ক্ষেত্রে ‘পারমিশন লেটার’ ইস্যু করা হবে।’

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে নুরুজ্জামান তালুকদার বলেন, ‘নির্বাচনের প্রক্রিয়া শুরু থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। যদি ভবিষ্যতে পরিস্থিতি প্রেক্ষাপটে প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ রক্ষায় আগামী ৮ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার পর্যবেক্ষণ করতে নারায়ণগঞ্জে আসবেন। ১০ ডিসেম্বর রিটার্নিং অফিসার টিমসহ ঢাকায় প্রদান নির্বাচন কমিশনার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে সিদ্ধান্ত ১০ ডিসেম্বরের আইনশৃঙ্খলা সভায় হবে।’

১৭৪টি ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘সবগুলো কেন্দ্রই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর মোতায়েনের ক্ষেত্রে সবগুলো ভোটকেন্দ্রে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা