X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘তন্বী হত্যার আলামত সংরক্ষণ না করে পুড়িয়ে ফেলে সিআইডি’

খুলনা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ২০:১৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২০:২১

‘তন্বী হত্যার আলামত সংরক্ষণ না করে পুড়িয়ে ফেলে সিআইডি’ সিআইডি সাবেক সাংসদ আব্দুল গফ্ফার বিশ্বাসের পুত্রবধূ সারাহ ফার্গুসান তন্বী হত্যার আলামত সংরক্ষণ না করে পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন তন্বীর মা শামীমা আক্তার।

মঙ্গলবার দুপুরে তন্বীর ২২তম জন্মদিন উপলক্ষে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি তন্বী হত্যার বিচার পেতে খুলনাবাসীর মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, ‘স্বামী ও পরিবারের নির্যাতন করে তন্বীকে যে ঘরে হত্যা করা হয়েছিল সে ঘরটি পুলিশ সনাক্ত বা সিল করছিল না। তন্বীর লাশ ঝুলিয়ে রাখা ঘরেই ছিল পুলিশের দৃষ্টি। কিন্তু হত্যাকাণ্ডের শিকার হওয়া ঘরটি তাদের দৃষ্টির বাইরে থাকে। আর তন্বীর লাশ ঝুলানোর কাজে ব্যবহৃত ওড়নাটিও আলামত হিসেবে সংরক্ষণ না করে পুড়িয়ে নষ্ট করেছে সিআইডি। ওই ওড়নাটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে খুনী সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব ছিল। কিন্তু তন্বীর পরিবারটি প্রভাবশালী হওয়ায় সিআইডির সহায়তায় আলামত নষ্ট করে ফেলেছে।’

এসময় তন্বীর মামা আসাদুজ্জামান শেখ বলেন, ‘তন্বী হত্যা মামলায় শুরুতে পুলিশের দেওয়া চার্জশিটের ওপর বাদী না রাজি আবেদন দেয়। এর ফলে মামলাটি সিআইডিতে পাঠানো হয়। এক বছর পর সিআইডি তদন্ত শেষে পুলিশের দেওয়া চার্জশিটই সমর্থন করে প্রতিবেদন দেয়। আদালতে এ প্রতিবেদনের ওপরও আপত্তি উত্থাপন করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট দিয়ে বিষয়টি তদন্ত ও প্রতিবেদন চাওয়া হয়। ম্যাজিস্ট্রেট গত বৃহস্পতিবার প্রতিবেদন দিয়ে পুলিশ ও সিআইডির তদন্তে বাদ পড়া আসামির নাম যুক্ত করে। এতে পুলিশ ও সিআইডির তদন্তে গাফিলতি ও প্রভাবিত হওয়ার প্রমাণ স্পস্ট হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তন্বীর মা শামীমা আক্তার। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকে মো. মোমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ এপ্রিল গৃহবধু তন্বীকে (২১) সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাসের পুত্র মো. সোহেল বিশ্বাস ও কন্যা ইতি বিশ্বাসসহ আরও দুই তিন জন নূরনগর বিশ্বাস বাড়িতে নির্মমভাবে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করে। তন্বী হত্যা মামলায় ৫ মে পুলিশ সোহেল বিশ্বাসকে অভিয্ক্তু করে আদালতে চার্জশিট প্রদান করে। চার্জশিটে উল্লেখ করা হয়, ‘সোহেল বিশ্বাস মারধরসহ নির্মম অত্যাচার করে ভিকটিমকে আত্মহত্যা করতে বাধ্য করে, যা আত্মহত্যার প্ররোচনার অপরাধ।’ এই ঘটনার পর ৮ মে মুন্সিগঞ্জ থেকে র‌্যাব-৬ সোহেলকে গ্রেফতার করে। কিন্তু চার্জশিটে তন্বী ননদ ইতি বিশ্বাসের নাম না থাকায় ২০১৫ সালের ১১ মে আদালতে ধার্য্যদিনে চার্জশিটের বিরুদ্ধে বাদি শামীমা আক্তার আদালতে না-রাজি আবেদন করেন। ফলে আদালত মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করে।

/এমডিপি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক