X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ২১:২৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২১:৩১

সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেল, হামলা ও তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার এক মাস পুর্তিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধার পৌরপার্কের স্বাধীনতা বিজয়স্তম্ভের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও জনউদ্যোগ গাইবান্ধা জেলা শাখা যৌথভাবে এই কর্মসুচির আয়োজন করে। এদিন গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী মাদারপুর গীর্জা প্রাঙ্গণেও একই ধরণের কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা সাঁওতালদের দায়ের করা মামলার আসামি গোবিন্দগঞ্জের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আউয়াল, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিকসহ তাদের সহযোগিদের গ্রেফতারের দাবি জানান। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান ও থানার ওর্সি সুব্রত কুমার সরকারের অবিলন্বে প্রত্যাহারের দাবি করেন।

সমাবেশে আদিবাসী নেতা বার্নাবাস টুডু বলেন, ‘থানায় এজাহার দাখিলের পর এমপি চেয়ারম্যানের লোকজন আমাদের হুমকি দিচ্ছে। গ্রাম থেকে আমরা বের হতে পারছি না। স্বাভাবিক চলাফেরা করার অধিকার আমাদের ফিরে দেওয়া হোক।’

অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম সভাপতিত্ব করেন। সমাবেশে আরও বক্তব্য রখেন, জেলা সিপিবি’র সাবেক সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল, জেলা জেএসডির সভাপতি লাসেন খান রিন্টু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রেবতী বর্মণ, জেলা উচীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন ও বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সম্পাদক রিক্তু প্রসাদ প্রমুখ।

সমাবেশে শেষে মোমবাতি প্রজ্জ্বলন করে সম্মিলিত কণ্ঠে প্রতিবাদী গণ সংগীত পরিবেশন করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ