X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘আমাদের প্রতিটি কর্মকাণ্ড হবে সিসি ক্যামেরার মতো স্বচ্ছ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:২৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৩২

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, ‘শুধু ভোট কেন্দ্র নয় কেন্দ্রের বাইরেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য বাইরেও পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। সাত মেয়র প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। আচরণবিধি সবার জন্য সমান। প্রতি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবে, আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী মোতায়েন থাকবে। আমাদের প্রতিটি কর্মকাণ্ড হবে সিসি টিভির মতো স্বচ্ছ।’

বুধবার সকাল ১১টা থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন নির্বাচনি কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সব প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমরা সবদিক থেকে স্বচ্ছ রয়েছি। আশাকরি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন পর্যন্ত আমরা তেমন কোনও অভিযোগ পাইনি।’

জাবেদ আলী শহরের এবিসি স্কুল পরিদর্শন করেন। ওই সময়ে স্কুল কর্তৃপক্ষ সুষ্ঠু ভোট নিয়ে প্রশ্ন করেন জাবেদ আলীকে। জবাবে জাবেদ আলী বলেন, ‘আপনারা যদি চান তাহলে অবশ্যই সুষ্ঠু হবে। আমরা সব সময় চাই লেভেল প্লেয়িং ফিল্ড হোক। আপনাদের পরামর্শ ও সুপারিশ নিয়ে আইনের সঙ্গে সঙ্গতি রেখে ব্যবস্থা নেব। সবার উপরে জনগণ। জনগণ যদি চায় সেটাকে আইনে পরিণত করা যায়। আমরা এমন একটি নির্বাচন করতে চাই যেটা স্বচ্ছ ও সকলের কাছে গ্রহণযোগ্য হবে।’

তিনি আরও বলেন, জেলা পরিষদের তফসিল ঘোষণার পর সিলেটে একটি জনসভায় প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তফসিলের পর সে জনসভাটি স্থগিত করা হয়। 

জাবেদ আলীর সঙ্গে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহআলম, সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
‘শাকিলের শরীরে আঘাতের চিহ্ন নেই’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ