X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পাঁচ মেয়র প্রার্থী মাঠে, দুইজন চুপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বাকি আরও দুই সপ্তাহ। তবে জোরেশোরে চলছে প্রার্থীদের প্রচারণা। বুধবার সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত ছিলেন মেয়র প্রার্থীরা। এসময় তারা এলাকাবাসীকে নানা ধরনের উন্নয়নের আশ্বাস দেন। আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের এজহারুল ইসলাম, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহাবুবুর রহমান ইসমাইলকে সকাল থেকেই গণসংযোগে দেখা গেছে।

নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী থাকলেও এলডিপির কামাল প্রধান ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদাউসকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কারের পর কোনও কার্যক্রম দেখা যায়নি। সেলিনা হায়াৎ আইভী

নিরাপদ শহরের আশ্বাস আইভীর

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের কদমতলী মোড় থেকে গণসংযোগ শুরু করেন সেলিনা হায়াৎ আইভী। পরে কদমতলী গ্যাসফিল্ড, পানির ট্যাংকি, কলেজ রোড, দক্ষিণ মিজমিজি, কদমতলী পশ্চিম পাড়া, দক্ষিণ কদমতলী হলি চাইল্ড মডেল স্কুল, আদমজীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনি আশ্বাস হিসেবে আইভী বলেন, ‘ইতোমধ্যে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মূল রাস্তা, মূল ড্রেন, বিশুদ্ধ পানি, নারী উন্নয়নের অনেক কাজ করা শেষ হয়ে গেছে। তবে অলিগলির ভেতরের ছোট ছোট রাস্তাগুলো বাকি আছে। যেহেতু এটি স্থানীয় সরকারের কাজ তাই কাজ এত দ্রুত শেষ করা সম্ভবও না। তাই অসমাপ্ত কাজগুলো শেষ করার পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠ, সুবজ বনায়ন ও নারায়ণগঞ্জকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই।’ সাখাওয়াত হোসেন খান

অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকবেন সাখাওয়াত

সাখাওয়াত হোসেন খান বুধবার সকাল ৮টা থেকে শহরের মিশনপাড়া, ডনচেম্বার, চাষাঢ়া, আমলাপাড়া এলাকায় গণসংযোগ করেন। পরে তিনি পাইকপাড়া, বাবুরাইল বিভিন্ন এলাকায় যান। এ সময় তার সঙ্গে নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। বিকালে তিনি দলের কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদকে সঙ্গে নিয়ে ১০নং ওয়ার্ডে গণসংযোগ করেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর মধ্যে ঐক্য সৃষ্টির মাধ্যমে সন্ত্রাস-গুম-মাদক নির্মূল করে নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করা হবে। ফ্লাইওভারসহ সব সরু রাস্তা প্রশস্তকরণের মাধ্যমে নারায়ণগঞ্জ শহর থেকে যানজট দূর করা হবে। শীতলক্ষ্যা ব্রিজ সৃষ্টির মাধ্যমে দুই পারের বিভক্তি মেটানো হবে। অযৌক্তিকভাবে চাপানো অসহনীয় সব ধরনের ট্যাক্স সহনীয় করা হবে। সামাজিক উন্নয়নে হাসপাতাল, মেডিক্যাল কলেজ, স্কুল প্রতিষ্ঠা করা হবে।’

তিনি অভিযোগ করেন, ‘বিগত দিনে নারায়ণগঞ্জে অপরাধ দমনে আইভী তেমন কোনও ভূমিকা নেননি। গুম, খুন, সন্ত্রাস, অপরাধ নিয়ে আমি অতীতের মত ভবিষ্যতেও সোচ্চার থাকবো।’ মাসুম বিল্লাহ

পরিবর্তনের আশায় মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বুধবার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী সোনামিয়া মার্কেট, সুমিলপাড়া, আইলপাড়া, এসও, বার্মা ইস্টার্ন, আদমজী বিহারি ক্যাম্প, কদমতলী, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন ও সিদ্ধিরগঞ্জ বাজারে গণসংযোগ করেন।

এসময় নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের সমর্থনে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। তাদের আশা, ২২ ডিসেম্বর সুষ্ঠু ভোট হলে হাত পাখার গণজোয়ারে ভোটের হিসাব পাল্টে যেতে পারে। এজহারুল হক

দোয়া অনুষ্ঠান এজহারুল হকের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার উত্তর মাসদাইর এলাকায় আবু হানিফা (রহ.) মাদ্রাসায় দোয়ার আয়োজন করেন ইসলামী ঐক্যজোটের মেয়র প্রার্থী মুফতি এজহারুল হক। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মুফতী বসির আহমদ। দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, মনির হোসেন, মাহদী হাসান, শহিদুল ইসলাম, ডা. হাবিবুর রহমান, মুফতী রহমত উল্লাহ বোখারী। দোয়ায় সবার কাছে ভোট চান তিনি। মাহাবুবুর রহমান ইসমাইল

জয়ের ব্যাপারে আশাবাদী মাহাবুবুর রহমান ইসমাইল

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাহাবুবুর রহমান ইসমাল বুধবার শহরের সেন্ট্রাল খেয়াঘাট ও আশপাশের এলাকায় প্রচারণা চালান। এসময় তিনি বলেন, ‘সমাজের ময়লা পরিষ্কার করতে কোদালের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের মানুষ বুঝে গেছে, তেতুল গাছ থেকে যেমন আপেল আশা করা যায় না তেমনি আপাদমস্তক দুর্নীতিতে জর্জরিত নৌকা-ধানের শীষের কাছ থেকে উন্নয়ন আশা করা বোকামি। তারা আর মিথ্যা আশ্বাসে ভুলতে চায় না। তারা চায় পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য তারা আমাকেই বেছে নেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

আরও পড়ুন- 

 

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী