X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পোস্টারে ছেয়ে গেছে নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ২০:৪০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২০:৪৬

প্রধান সড়কে পোস্টার

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে, যেদিকে চোখ যায় শুধু দেখা যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনি পোস্টার। প্লাস্টিকে মোড়া এসব কাগুজে পোস্টারে ছেয়ে গেছে গোটা জেলা। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণার অংশ হিসেবে এসব পোস্টার লাগানো হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত পুরো সড়কে বিভিন্ন প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত পোস্টার টাঙানো হয়েছে। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী পোস্টার প্লাস্টিকের আবরণের ভেতরে রেখে টাঙাতে হবে, দেয়ালে সাঁটানো যাবে না। ফলে সড়কের ওপরই দড়ি বেঁধে টাঙানো হচ্ছে এসব পোস্টার। শুধু প্রধান সড়কই নয়। পাড়া-মহল্লার অলিগলিও ছেয়ে গেছে পোস্টারে। অনেক স্থানে রয়েছে ফেস্টুন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশ নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, পোস্টার ছাপানোর একটি নির্দিষ্ট আকৃতি আছে। পোস্টার কিভাবে টাঙাবে, রঙ কী হবে সেসব আচরণবিধি মানতে হবে প্রার্থীদের। কেউ না মানলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শহরের ডনচেম্বার এলাকার আদনান আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন তো এলাকা চেনাই যায় না। পুরো এলাকাতেই শুধু পোস্টার আর পোস্টার। অবশ্য এতে একটা ভিন্ন আমেজও পাচ্ছি আমরা।’

শহরের চাষাঢ়া এলাকার মিঠুন দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধু সড়কের পুরোটা জুড়েই পোস্টার। সৌন্দর্যে্যর খানিকটা হানি হলেও নির্বাচনি আমেজ সৃষ্টি হয় এসব পোস্টারে।’

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় ‘চিত্রকর কমার্শিয়াল আর্টিস্ট’ নামে ছাপা খানার পরিচালক স্বপন দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাগজের ছাপাখানাগুলোতে অনেক কাজের চাপ। আগের চেয়ে এখন কাজ বেড়েছে।’

অন্যদিকে, প্রতীক বরাদ্দের পর কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা মাইকে অত্যাধুনিক প্রক্রিয়ায় ভোটারদের আকৃষ্ট করতে বাজানো হচ্ছে ভোট প্রার্থনার গান। সঙ্গে পোস্টার বর্ণনাও দেওয়া হচ্ছে।  এ বিষয়ে নাসিক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, তিনিসহ আরও সাতজন কাউন্সিলর নির্বাচনি প্রচারণায় বৈচিত্র্য আনার জন্য গানের দলের সঙ্গে যোগাযোগ করেছেন। দলগুলো প্রত্যেকের জন্যেই বেশ ক’টি করে গান লিখে বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছে।  

পোস্টার অলিতে গলিতে

নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৭৬জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। তার মধ্যে ১৭১ জনের মনোনয়ন পত্র বৈধ ছিল। পরে রবিবার ১৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ১৫৬ জন। তাছাড়া ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৮ জন বৈধ নারী প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি। তাদের সবাইকেই প্রতীক দেওয়া হয়।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ সিটির ২৭ ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯। এর আগে ২০১১ সালের নির্বাচন ভোটার ছিল ৪ লাখ ৪ হাজার ১৮৯ জন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও