X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজার প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ২৩:২৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২৩:২৯

কক্সবাজার কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. নাজির হোসেন ভুলু (৪২) ও সৈয়দ আলীর ছেলে আব্দুস শুক্কুর (৩৯)। আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নাফ নদীর হোয়াইক্যংয়ের লম্বাবিল পয়েন্ট থেকে তাদের মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া হয়। জেলেদের স্বজনরা এ কথা জানিয়েছেন।
বিজিবির টেকনাফস্থ ২নং অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি নিয়ে বিজিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
জেলেদের স্বজনরা জানান, বুধবার ভোরে ওই দুই জেলে প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ শিকার করতে যান। মাছ শিকার করার সময় দুপুরে দিকে বিজিপির একটি টহল বোট কাছে এসে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নৌকাটি টেনে নিয়ে যায়।
অপহৃত শুক্কুরের ছোট ভাই আব্দুর রহিম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার জলসীমার কাছাকাছি এলাকায় মাছ শিকারের সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনা টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ান বরাবর লিখিতভাবে জানানো হচ্ছে।’
বিজিবির টেকনাফস্থ ২নং অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু অপহৃত জেলে পরিবারের পক্ষে থেকে এখনও ঘটনাটি লিখিতভাবে অবহিত করা হয়নি। তারপরও বিজিপির সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হচ্ছে।’
বিজিবির টেকনাফস্থ ২নং অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু অপহৃত জেলে পরিবারের পক্ষে থেকে এখনও ঘটনাটি লিখিতভাবে অবহিত করা হয়নি। তারপরও বিজিপির সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হচ্ছে।’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়