X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আ.লীগ নেতাকে ‘তুলে নিয়ে যাওয়া’র অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ০০:৫৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ০০:৫৯

রাজশাহীতে আ.লীগ নেতাকে ‘তুলে নিয়ে যাওয়া’র অভিযোগ রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে (৪০) ‘তুলে নিয়ে যাওয়া’ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা আড়াইটার দিকে নগরীর শিরোইল কলোনি এলাকার নিজস্ব ওয়েল্ডিংয়ের দোকান থেকে কয়েকজন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে গেছেন বলে পরিবার ও তার দোকানের কর্মচারীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

কামরুলের দোকানের কর্মচারী জয় হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কামরুল ইসলাম তার নিজের ওয়েলডিং-এর দোকানে বসেছিলেন। এ সময় একটি জলপাই রং-এর মাইক্রোতে করে কয়েকজন লোক এসে তাকে দোকানের বাইরে বের হতে বলেন। কামরুল ইসলাম দোকানের বাইরে বের হওয়া মাত্র তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আল-আমিন হোসাইন রাত সাড়ে ১০টার দিকে জানান, তুলে নেওয়ার অভিযোগ শুনে তারা কামরুলের দোকানটি পরিদর্শনে যান। এ সময় কামরুলের দোকানের কর্মচারী ও তার ছেলে ডিবি পুলিশকে তুলে নেওয়ার কথা জানিয়েছে। 

নগরীর বোয়ালিয়া থানার অতিরিক্ত কমিশনার ইবনে মিজান জানান, রাত ১০টা পর্যন্ত এ ব্যাপারে থানায় লিখিত কোনও অভিযোগ হয়নি। তবে তারা বিষয়টি শুনেছেন। কামরুলের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়েছে। তবে ফোনটি বন্ধ থাকায় তা ট্র্যাক করা সম্ভব হয়নি। তবে কামরুলকে উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

র‌্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিম বলেন, ‘আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তারাও শুনেছেন। তাকে উদ্ধারে র‌্যাবও তৎপরতা চালাচ্ছে।’

জানা গেছে, কামরুল ইসলামের দেশের বাড়ি কুষ্টিয়ায়। গত ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি নগরীর শিরোইল কলোনি এলাকায় বাসা ভাড়া নিয়ে বাস করে আসছেন। ওই কলোনিতে তার একটি ওয়েল্ডিংয়ের ব্যবসা প্রতিষ্ঠান আছে। ওই দোকান থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি