X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভোটের ৭দিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি সাখাওয়াতের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৬

সাখাওয়াত হোসেন আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে নির্বাচনের সাতদিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং অফিসারের কাছে তিনি লিখিত দাবি জানান।
সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা  সম্পর্কে ওই লিখিত আবেদনে তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণায় সব প্রার্থীর সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা, ভয়ভীতি প্রদর্শনের সব প্রচেষ্টাকে প্রতিহত করা এবং ভোটকেন্দ্রে নির্বিঘ্নে পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে দেওয়া।’
এ দিকে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাখাওয়াত।
সভায় তিনি বলেন, ‘এই নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে। আমি এখন পর্যন্ত আশ্বস্ত যে নির্বাচন সুষ্ঠু হবে। জনগণও তা বিশ্বাস করে। এ নির্বাচনে ক্ষমতার পরিবর্তন ঘটবে না। তাই আমি আশাকরি বর্তমান কমিশন তাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন। ভোটাররা নির্দ্বিধায় ভোট দিতে পারবেন এমন পরিবেশ সৃষ্টি করবেন।’

সাখাওয়াত বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বিশ্বাস করি না। নারায়ণগঞ্জের কিছু মানুষের কারণে এ জেলা কলঙ্কিত হয়েছে। কিন্তু এখনও অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা সন্ত্রাসী গ্রেফতার হয় নাই। যেসব বৈধ অস্ত্র আছে সেগুলোও জমা নেওয়া হয় নাই। আমি মনেকরি এসব অস্ত্র জমা নেওয়া প্রয়োজন নতুবা এসব অস্ত্র দিয়ে লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করা হতে পারে। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ রয়েছে। তবে প্রশাসন ইচ্ছে করলেই পরিস্থিতি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ রাখতে পারে।’

সাখাওয়াত সুষ্ঠু ভোটের জন্য সেনা মোতায়েনের দাবি করেন। তিনি বলেন, ‘সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা আছে। সেনা মোতায়েনের জোর দাবি জানাচ্ছি। ইতোমধ্যে আমি লিখিতভাবেও জানিয়েছি।’

তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ব্যাপারে অভিযোগও করেন। সাখাওয়াত বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে শহরে নৌকা প্রতীক নিয়ে মিছিল করে যান চলাচল বন্ধ করে দিচ্ছে। আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে। ১৭৪টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তার মধ্যে ৫৩টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ।’

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের এজহারুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহাবুবুর রহমান ইসমাইল, এলডিপির বহিস্কৃত নেতা কামাল প্রধান ও কল্যাণ পার্টির বহিস্কৃত নেতা রাশেদ ফেরদাউস।

আরও পড়ুন:
ইসি'র কাছে ভোটের পরিবেশ চাইলেন আইভী-সাখাওয়াত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা