X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাসিক নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: নির্বাচন কমিশনার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:২৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:২৮

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিশ্চয়তা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। সেইসঙ্গে কোনও ধরনের অনিয়ম অপরাধ বরদাশত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নাসিক নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় নিজ কঠোর অবস্থানের কথা জানান এই নির্বাচন কমিশনার।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি সবাইকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি। আর তা ছাড়া প্রতি কেন্দ্রে আপনাদের লোক থাকবে, মিডিয়া থাকবে। অনেকে বলেছেন আমরা আগে বিতর্কিত কাজ করেছি যেন যাবার সময় সেই বিতর্কের অবসান করি। আমি বলতে চাই আমরা প্রথম দিন থেকেই স্বচ্ছ ছিলাম এবং যেমন ছিলাম শেষদিন পর্যন্ত তেমন থাকবো। কেউ বলতে পারবে না আমরা কারো পক্ষে বা বিপক্ষে কাজ করেছি। আমরা সংবিধান অনুযায়ী কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘কোনও ধরনের অনিয়ম অপরাধ বরদাশত করা হবে না। ব্যালট বাক্স বদলে দেওয়ার কোনও সম্ভাবনা নাই। সেনাবাহিনী একজন চায় অপরজন চায় না। সুতরাং কাটাকাটি। সুষ্ঠু নির্বাচনের জন্য যে করণীয় তার সব কিছুই করা হবে।’

নির্বাচনে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনী থাকবে কি থাকবে না এ নিয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় অবস্থান বিষয়ে অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘ভোটাররা যাতে কেন্দ্রে যেতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে বলা হয়েছে তারা ব্যবস্থা নেবে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের এজহারুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহাবুবুর রহমান ইসমাইল, এলডিপির বহিষ্কৃত নেতা কামাল প্রধান ও কল্যাণ পার্টির বহিস্কৃত নেতা রাশেদ ফেরদাউস।

নির্বাচনে নিজ নৈতিক অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বিষয়ে মন্তব্য করতে গিয়ে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, আমার ব্যালট নিয়ে যাবে আর সেখানে সে অক্ষত থাকবে তা হবে না। প্রয়োজনে লাঠি কিংবা বন্দুকের বাট দিয়ে আঘাত করে হলেও ব্যালট রক্ষা করবো। আমি আমার দায়িত্ব সম্পূর্ণ পালন করবো। নির্বাচনে ৫ হাজার পুলিশ ও র‌্যাব আমার সাথে থাকবে, আমি কথা দিচ্ছি এই নির্বাচনে কোনও অঘটন আমি ঘটতে দেবো না।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা