X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জামায়াত-শিবির না ছাড়লে নির্বাচনের আলোচনা নয়: নানক

রাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫

সম্মেলনে বক্তব্য রাখছেন নানক আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘হঠাৎ করে খালেদা জিয়া নির্বাচন পরিহার করেছেন। কিন্তু আজকে যখন নির্বাচন কমিশন পুনর্গঠনের দিকে যাচ্ছে। তখন আপনি বলছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হলে, আপনাদের সঙ্গে আলোচনা করতে হবে। কেন, আপনারা কারা? আলোচনাতো আমাদের নেত্রী শেখ হাসিনা করতে চেয়েছিলেন। সেদিন সভ্যতা পর্যন্ত দেখাননি।’

বৃহস্পতিবার দুপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ সম্মেলন চলে।

জাহাঙ্গীর কবির নানক আরও  বলেন, ‘নির্বাচন কমিশন দিয়ে কী হবে? যেখানে জনগণ হলো ভোটের মালিক। খালেদা জিয়া জনগণের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন বলেই নির্বাচনে তার বিমুখতা। কাজেই সেই নির্বাচনবিমুখতা থেকে আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে গণতান্ত্রিক ধারায় আসতে হবে, একাত্তরে পরাজিত মানবতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করতে হবে, নতুবা আপনাদের সঙ্গে আমাদের কোনও আলোচনা হতে পারে না।’

খালেদ মাহমুদ চৌধুরী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বলেন,‘বাংলাদেশ ছাত্রলীগ কখনও লোভ-লালসার রাজনীতি করে না। বঙ্গবন্ধু ১৯৪৮ সালে বাঙালি জাতির, বাঙালি ছাত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই পথচলায় ছাত্রলীগ কখনও থেমে থাকেনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধিকার আন্দোলনে ৭২ হাজার ছাত্রলীগ নেতা-কর্মী রক্ত দিয়ে ইতিহাস লিখে দেশকে স্বাধীন করেছে।’

সম্মেলনে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খাইরুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম ঠান্ডু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

আরও পড়ুন:
গাইবান্ধার সাঁওতালরা এখনও ৭০০ একর জমির মালিক!

ইসি'র কাছে ভোটের পরিবেশ চাইলেন আইভী-সাখাওয়াত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক