X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পড়ন্ত বিকালে আইভী-সাখাওয়াতের গণসংযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ২২:২১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২২:২৯

গণসংযোগ করছেন আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে আলাদা আলাদাভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। এ সময় তারা এলাকার উন্নয়নে অবদান রাখার আশ্বাস দেন।
আওয়ামী লীগ প্রার্থী আইভী বিকাল ৪টায় শহরের ১৭নং ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছেন। গণসংযোগে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সবার প্রতি। ১৭নং ওয়ার্ডের নলুয়াপাড়া, পাইকপাড়া জামে মসজিদ, কবরস্থান এলাকায় ঘুরে ঘুরে প্রচারণা চালান আইভী।
আইভী ছাড়াও শহরের ১৭ ও ১৮নং ওয়ার্ডে নৌকা প্রতীকের পক্ষে নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু ও সেক্রেটারী আহাম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা প্রচারণা ও গণসংযোগ চালান। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতাউর, সহ-সম্পাদক দেওয়ান ফারুক, সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. খোকা। স্থানীয় নগর যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান ও শাহীন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আজাহার সেলিম ও আমজাদ হোসেন জুয়েলসহ নগর যুবলীগের নেতাকর্মী এবং ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল ও সাধারণ সম্পাদক ফায়জুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।
নেতা-কর্মীদের নিয়ে সাখাওয়াতের প্রচারণা
বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনও। সিদ্ধিরগঞ্জে সাখাওয়াতের সঙ্গে প্রচারণায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ঢাকা জেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিন, রূপগঞ্জ থানা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন দেওয়ান, ইসমাইল মামুন প্রমুখ।
গণসংযোগকালে সাখাওয়াত বলেন, ‘আমি মেয়র হলে সিদ্ধিরগঞ্জ তথা পুরো নগরকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। শীতলক্ষ্যা সেতু নির্মাণের পাশাপাশি সিদ্ধিরগঞ্জে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।’

 

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা