X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
তিন যুবলীগ কর্মীকে হত্যা

পরিবারের দাবি প্রশিক্ষিত বাহিনী তাদের তুলে নিয়ে যায়

নাটোর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ০১:২৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ০৮:১১

 

নাটোর নাটোরের ৩ যুবলীগ কর্মীকে তুলে নিয়ে দিনাজপুরে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহত রেদোয়ান আহমেদ সাব্বিরের মা রুখসানা বেগম। বুধবার রাতে এই মামলা দায়ের করা হয়। মামলায় তিনি দাবি করেছেন, প্রশিক্ষিত শক্তিশালী বাহিনী পরিকল্পিতভাবে নিজে অথবা প্ররোচিত হয়ে তাদের হত্যা করেছে।

এদিকে, এ ব্যাপারে এখনও কোনও মামলা দায়েরের সিদ্ধান্ত নেননি অপর নিহত আব্দুল্লাহ বা সোহেলের পরিবার। আর একই ঘটনায় নিহত সাব্বিরের বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল, তবে এর ১১টিতেই তিনি জামিনে মুক্ত ছিলেন। অপরদিকে সোহেলের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি মামলার কোনটিই হত্যা মামলা ছিল না বলে দাবি পরিবারের।

মামলায় রুখসানা বেগম উল্লেখ করেন, ‘গত ৩ ডিসেম্বর সাব্বির রাত ৮টার দিকে  বাসা থেকে বের হয়। পরে ব্যবসায়িক কাজে তকিয়া বাজারে মান্নান মিয়ার চায়ের দোকানে চা খাচ্ছিল সে। রাত সাড়ে দশটার দিকে অজ্ঞাত প্রশিক্ষিত সশস্ত্র সন্ত্রাসীরা র‌্যাব পরিচয় দিয়ে সাব্বিরসহ তার দুই বন্ধুকে ঘিরে ফেলে। পরে তাদের মারপিট করে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত রাজশাহীর দিকে রওনা হয়।’

মামলার কপি মামলায় আরও উল্লেখ করা হয়, ‘আমার দৃঢ় বিশ্বাস, আমার ছেলে সাব্বিরসহ তার অপর দুই বন্ধু আব্দুল্লাহ ও সোহেলকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়। পরে ঘোড়াঘাট পর্যন্ত যেতে না যেতে তাদের হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

আরও উল্লেখ করা হয়, ‘আমরা জানি পুলিশ অথবা র‌্যাবের ক্রসফায়ারে দুষ্কৃতকারী বা সন্ত্রাসীরা নিহত হয়। পরে সংবাদপত্রে সংবাদ ছাপা হয়। কিন্তু আমার ছেলেকে হত্যার পর পুলিশ অথবা র‌্যাব কর্তৃক কোনও বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের সংবাদ প্রচারিত হয়নি। এতেই প্রতীয়মান হয় প্রশিক্ষিত শক্তিশালী বাহিনী পরিকল্পিতভাবে নিজে অথবা প্ররোচিত হয়ে তাদের হত্যা করেছে।

নিহত আব্দুল্লাহর চাচা নাসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও মামলা দায়েরের সিদ্ধান্ত হয়নি।’

অপরদিকে নিহত সোহেলের বোন রুপা দাবি করেন, ‘সোহেলের দুই সন্তানসহ পরিবারের ব্যায় বহন নিয়েই আমরা দুশ্চিন্তায় আছি। মামলা চালানোর মতো ক্ষমতা আমাদের নেই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকদিন আগে কালুর মোড় এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের পর ২০ লাখ টাকা দাবির ঘটনায় সাব্বিরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া বাকি সব মামলা আদালতে পাঠানো হয়েছে।’

সাব্বিরের মামলা পরিচালনার আইনজীবী অ্যাডভোকেট সাঈম হোসেন উজ্জ্বল জানান, ‘শহরের কানাইখালী এলাকার রাসু হত্যাসহ তিনি ৪টি মামলা পরিচালনা করছিলেন। আর অ্যাডভোকেট শান্ত বাকি মামলাগুলো পরিচালনা করছেন।’

অপরদিকে সোহেলের বোন রুপা দাবি করেন, ‘সোহেলের বিরুদ্ধে তিনটি মামলা ছিল। তবে এর মধ্যে কোনও হত্যা মামলা ছিল না। তিনটি মামলাতেই সে জামিনে মুক্ত ছিল।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া