X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ০১:৪১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ০১:৪১

 

বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের প্রতি শিক্ষার্থীদের বিক্ষোভ তুচ্ছ ঘটনার জেরে ময়মনসিংহ শহরের নতুন বাজার বাউন্ডারি রোড এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাস চালক জহিরুল, কর্মচারী, শিক্ষার্থী তনুশ্রী, মিথিলা ও খুকুমনি আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায়  ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে ত্রিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে নতুন বাজার, গাঙ্গিনারপাড় মোড়সহ শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেছে। এসময় শহরের ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কিত হয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিকেল সাড়ে তিনটার সময় ত্রিশাল থেকে শিক্ষার্থী বহনকারী বাস ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোড স্বদেশ প্রাইভেট হাসপাতালের সামনে পৌঁছায়। এ সময় একটি যাত্রীবাহী রিকশার সঙ্গে ধাক্কা লাগলে রিকশা আরোহীর সঙ্গে বাস চালক জহিরুলের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে বাস ফেরার পথে নতুন বাজার বাউন্ডারি রোড এলাকায় আসলে ওই রিকশা যাত্রীসহ ৫/৬ জনের একটি দুর্বৃত্তের দল হামলা চালিয়ে বাস ভাঙচুর করে। বাস ভাঙচুরের সময় বাসের কাঁচ লেগে চালক জহিরুল, এক কর্মচারী, শিক্ষার্থী তনুশ্রী, মিথিলা ও খুকুমনি আহত হন।’

তিনি আরও জানান, ‘হামলাকারী দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছে।’

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। হামলাকারীদের আটক করতে তাদের অভিযান চলছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ