X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, আহত ১১

গাজীপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ২১:৪২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২১:৪২

আগুন গাজীপুরের শ্রীপুর উপজেলার কনফিডেন্স নিটওয়্যার কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যানসহ আহত হয়েছেন ১১ জন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর (দক্ষিণ ধনুয়া) এলাকার কনফিডেন্স নিটওয়্যার লিমিটেডের ফিনিশড গুডসের গুদামে আগুনের সূত্রপাত হয়। তিন তলা ভবনের নিচতলার এ গুদামটিতে রপ্তানির অপেক্ষায় থাকা উৎপাদিত পণ্য রাখা ছিল। আগুন মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।’ এখন ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানান জিহাদ। তিনি আরও জানান, পানি সরবরাহ অপ্রতুল থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ারম্যান জহিরুল ইসলামসহ (৩৫) ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে চার জনের পরিচয় জানা যায়নি। বাকি ছয় জন হলেন- আয়রন সুপারভাইজার তপু মিয়া (৩০), শ্রমিক সোহরাব হোসেন (৩৪), বাদল মিয়া (৩০), বকুল মিয়া (২৬), আবুল কালাম (৩০) ও আমিনুল ইসলাম (২৮)।
স্টেশন অফিসার জানিয়েছেন, আহতদের নয়নপুর এলাকার তানিয়া হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া