X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাইব্রিড টমেটো চাষে বিপর্যয়, লোকসানে চাষিরা

ময়মনসিংহ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ১৫:১২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫

‘গাছ হইছে মোটাতাজা আর অনেক উঁচা, কিন্তু ফুল আসছে কম। গাছে টমোটোর ফলন নাই বললেই চলে। এখন লাভ তো দূরে থাক খরচাই উঠব না।’ বাংলা ট্রিবিউনকে এভাবেই কষ্টের কথা জানান ময়মনসিংহ সদর উপজেলার বোরোরচর কুষ্টিয়াপাড়ার টমোটো চাষি সাইফুল ইসলাম।

টমেটো ক্ষেতে কৃষকরা সাইফুল আরও বলেন, ‘তিন-চার বছর ধরে হাইব্রিড জাতের টমেটো চাষ করতাছি। লাভের আশায় এবারও হাইব্রিড কনক জাতের বীজ দিয়ে টমেটো চাষ করছি। গাছ মোটাতাজা হয়ে প্রায় ৪ থেকে ৫ ফুট লম্বা হয়েছে। জমি তৈরি, বীজ, শ্রমিক ও রাসায়নিক সারসহ এই টমেটোর আবাদে ইতোমধ্যেই ৫০ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। গাছে টমেটো না আসায় লাভ তো দূরে থাক এখন আসল উঠবে কি না এ নিয়ে চিন্তায় পড়ে গেছি।’
শুধু সাইফুল নন, সদর উপজেলার বোররচর, বাঘেরকান্দা, কাচারিপাড়াসহ চরাঞ্চলের কয়েকটি গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে টমেটো ক্ষেতে শুধু গাছ, তাতে টমেটোর ফলন নেই। টমেটোর ফলন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন কয়েক হাজার চাষি। এতে চাষীদের আর্থিক ক্ষতির অঙ্ক কমপক্ষে অর্ধশত কোটি টাকার মতো হবে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় চাষিরা জানান, এই সময়ে (ডিসেম্বরের প্রথম সপ্তাহে) টমেটো গাছ ফুল আর ফলে ভরে যায়। মাঠজুড়ে টমেটো উত্তোলনের ধুম পড়ে। প্রতিদিনই কমপক্ষে শতাধিক ট্রাক টমেটোসহ নানা সবজি নিয়ে যায় আড়ত থেকে। গতবছর একশ’ কোটি টাকার ওপরে সবজি আড়তে বেচাকেনা হয়েছে বলেও জানান চাষীরা।
বোররচরের চাষি হারুন জানান, বোররচর, বাঘেরকান্দা ও কাচারিপাড়া গ্রামে এবার এফ-১ হাইব্রিড ‘কনক’, ‘রাজা-১’ ও ‘মঙ্গলরাজা’ জাতের টমেটো চাষ হয়েছে। এরমধ্যে যারা ‘কনক’ ও ‘রাজা-১’ চাষ করেছেন তারাই বেশি বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন।

টমেটো ক্ষেত মৃধাপাড়ার আব্দুল বারেক জানান, ৬ কাঠা জমিতে টমেটোর আবাদ করেছেন। ৩ কাঠায় ছিল ‘কনক’ আর বাকিটা ছিল ‘রাজা-১’ টমেটো। ইতোমধ্যেই খরচ হয়েছে প্রায় এক লাখ টাকার ওপরে। বাঘেরকান্দা গ্রামের ফরহাদ হোসেনও একই কথা জানান। এছাড়া চাষী আশরাফুল জানান, প্রায় এক একর জমিতে রাজা-১ জাতের টমেটো চাষ করেছিলেন, সব গাছ মরে গেছে।
বোররচর বাজারের ডিলার নুরুল ইসলাম জানান, গতবছর বাম্পার ফলন পেয়ে চাষিরা এবার তার নিকট থেকে এফ-১ হাইব্রিড ‘কনক’ জাতের ১ হাজার ২০০ প্যাকেট বীজ নিয়েছেন। প্রতি প্যাকেট বীজে ২২ শতাংশ জমি আবাদ করা হয়। চাষীদের কাছে তার বীজ, সার ও কীটনাশক বাবদ বকেয়া পড়েছে প্রায় অর্ধকোটির ওপরে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, গত বছর প্রায় ১১শ’ হেক্টর জমিতে টমেটো আবাদ করে লাভবান হয়েছিল চাষীরা। এবছর ৬০০ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। টমেটো চাষে বিপর্যয়ের কথা স্বীকার করে জেলা কৃষি খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. আলতাবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, মোটাতাজা হয়ে গাছ বড় হয়েছে, তবে ফুল ও টমেটোর ফলন কম দেখা যাচ্ছে।
জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ায় ফলন আসছে না জানিয়ে এই কৃষিবিদ বলেন, ‘চাষিদেরকে ক্ষেতে পটাশ সার দেওয়ার পরামর্শ দিয়েছি। তবে খারাপ বীজের কারণেও সমস্যা হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
এ ব্যাপারে বীজ প্রতিষ্ঠান অ্যাগ্রিকনসার্ন লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মাহবুব মোরশেদ বাংলা ট্রিবিউনকে জানান, ময়মনসিংহ ছাড়াও কিশোরগঞ্জ ও ভৈরবে ‘কনক’ টমেটো চাষে ফলন বিপর্যয় হয়েছে। চাষীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ