X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে যৌতুক না দেওয়ায় স্ত্রী হত্যার অভিযোগে মামলা

নরসিংদী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ১৭:০৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:০৭

মামলা নরসিংদীর রায়পুরায় যৌতুক না দেওয়ায় পাপিয়া বেগম (২৪) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নজরুল ইসলাম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানা যায়। বুধবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার হাটুভাঙ্গা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (১০ ডিসেম্বর) এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, পাপিয়া নিহতের ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেছেন চাচা নুরুজ্জামান। মামলায় পাপিয়ার স্বামীকে প্রধান আসামী করে মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রায়পুরা থানার আমিরগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দুই বছর আগে রায়পুরা উপজেলার মণিপুরা মাহমুদপুর গ্রামের প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে পাপিয়া বেগমকে একই উপজেলার হাটুভাঙ্গা উত্তরপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলামের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী পাপিয়ার ওপর চাপ প্রয়োগ করতে থাকে স্বামী নজরুল। এতে বাধ্য হয়ে পাপিয়ার পরিবার কয়েক দফায় ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার যৌতুক হিসেবে প্রদান করে। এরই মধ্যে ওই দম্পতির এক ছেলে সন্তানের জন্ম হয়। বুধবার রাতে আবারও যৌতুকের দাবীতে স্ত্রী পাপিয়ার ওপর নির্যাতন শুরু করে স্বামী নজরুল। নির্যাতনের এক পর্যায়ে পাপিয়ার মৃত্যু হলে ছয়মাস বয়সী সন্তানকে ফেলে রেখে স্বামী নজরুল ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

নিহত পাপিয়ার চাচা নুরুজ্জামান বলেন, প্রায়ই যৌতুকের জন্য আমার ভাতিজি পাপিয়ার ওপর নির্যাতন করা হতো। আমরা বাধ্য হয়ে দুই লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার যৌতুক প্রদান করি। এতেও তার মন ভরেনি।

স্বামী নজরুলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও রয়েছে বলে জানান তিনি।

রায়পুরা থানার আমিরগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদ উল্লাহ বলেন, বৃহস্পতিবার নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট